Sunday, October 23, 2016

সাইবার সিকিউরিটি / ইথিক্যাল হ্যাকিং এর উপর যারা আগ্রহী তাদের জন্য বিশেষ সংবাদ.

No comments :
.. সৌদি আরবে সরকারী ভাবে নিয়োগ চলছে সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞদের, সেই সাথে বাংলাদেশেও রয়েছে দারুণ চাহিদা।
কেনো সাইবার সিকিউরিটি শিখবেন এবং এর মাধ্যমে কিভাবে ক্যারিয়ার গড়তে পারবেন? এই ভিডিওটি দেখে নিতে পারেনঃ https://goo.gl/9rpvRm
এরিনা সিকিউরিটির ওয়েব সিকিউরিটি কোর্সের আসন্ন ব্যাচে এডমিশন কার্যক্রম চলছে। সাইবার সিকিউরিটি স্পেশালিষ্ট হিসেবে নিজের ক্যারিয়ার গড়তে এবং এডভান্স ওয়েব সিকিউরিটি সম্পর্কে জ্ঞান অর্জন করতে আপনি ও চাইলে আসন গ্রহন করতে পারেন এই কোর্সে।
বৈশিষ্ট্যঃ
# দেশসেরা এবং মন্ত্রনালয়ের সাথে জড়িত কয়েকজন সাইবার সিকিউরিটি স্পেশালিষ্টদের দ্বারা প্রশিক্ষণ।
# যারা প্রোগ্রামিং সম্পর্কে আগের থেকে ধারনা নেই তাদেরকে বেসিক ব্যাপার গুলো থেকে শুরু।
# কোর্স শেষে দুই মাসের ইন্টার্নি প্রজেক্ট আমাদের আমাদের টীমের সাথে বিভিন্ন মার্কেটপ্লেসের কাজ গুলো করার সুযোগ।
শর্তাবলীঃ
# প্রতিটা ক্লাসের রেকর্ড রাখা হয়, তাই কেউ একদিন অনুপস্থিত থাকলে তাকে ক্লাস পরবর্তী সময়ে রেকর্ড এবং অতিরিক্ত ক্লাস করার সুযোগ দেওয়া হয়। কিন্তু কেউ পুর্ব অনুমতি ছাড়া একটানা দুই সপ্তাহ ক্লাস না করলে তার স্টুডেন্টশীপ সাময়িক ভাবে বরখাস্ত করা হবে।
ক্লাসের নিয়মাবলী এবং সময় সুচীঃ
# ক্লাস সময় প্রতি শুক্রবার এবং শনিবার।
প্রথম ব্যাচঃ বিকেল ৩ টা থেকে ৬ টা। দ্বিতীয় ব্যাচঃ রাত ৯ টা থেকে ১১ টা।
# আপনি শুধুমাত্র যে কোন একটি ব্যাচে আসন নিশ্চিত করতে পারবেন।
# ক্লাশ গুলো অনলাইনে আমাদের নিজস্ব সার্ভারের মাধ্যমে হবে। তাই বিশ্বের যে কোন স্থান থেকে বাংলা ভাষার যে কেউ আমাদের কোর্সে অংশ নিতে পারবেন।
# এডমিশন শেষ করে আসন নিশ্চিত করার পরেই আপনাকে একটি আইডি পাসওয়ার্ড প্রদান করা হবে যার মাধ্যমে আপনি যে কোন প্রান্ত থেকেই লগিন করে আমাদের ট্রেইনারদের ক্লাস গুলো করতে পারবেন এবং যে কোন প্রশ্ন করতে পারবেন।
# যারা বাংলাদেশে রয়েছেন তাদের জন্য কোর্স শেষে পরীক্ষাটি আমাদের এরিনা সিকিউরিটির অফিসে এসে দিতে হবে। এছাড়া সকল ক্লাস অনলাইন ভিত্তিক পরিচালনা করা হবে। [ তবে যারা শুধুমাত্র বাংলাদেশের বাইরে রয়েছেন তারা অনলাইনেও পরীক্ষাটি দিতে পারবেন।]
কোর্স ফিঃ ১২ হাজার টাকা।
প্রধান ট্রেইনারঃ
Tanjim Al Fahim
[ CEO of CyBER - 71.
President of Arena Security.
Cyber security consultant BUET.
Cyber security trainer Ministry of ICT, FTFL project. ] এছাড়াও রয়েছে একঝাক তরুণ সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞরা যারা এই ব্যাচটিতে প্রশিক্ষন দিবেন।
কোর্স আউটলাইনঃ
☑ – প্রোগ্রামিং কন্সেপ্ট (পিএইচপি ও মাইএসকিউএল)
☑ – সাইবার সিকিউরিটি পরিচিতি
☑ – ওয়েব নেটওয়ার্ক পেন্টেস্টিং
☑ – সিস্টেম হ্যাকিং
☑ – ট্রোজান এবং ব্যাকডোর
☑ – ভাইরাস এবং ওয়ার্ম
☑ – স্যোসাল ইঞ্জিনিয়ারিং
☑ – ডিডস (ডেনিয়াল অফ সার্ভিস)
☑ – ওয়েব সার্ভার পেন্টেস্টিং
☑ – ওয়েব অ্যাপ্লিকেশন পেন্টেস্টিং
☑ – বিভিন্ন ওয়েব অ্যাটাকিং মেথড
☑ – লিনাক্স বেসড অপারেটিং সিস্টেম
☑ – সিইএইচ হ্যাকিং মেথডলজি (সিএইচএম)। এছাড়াও প্রত্যেকটি বিষয়ে প্রফেশনাল সেক্টরে দক্ষ করে গড়ে তুলতে সর্বোচ্চ সহায়তা।
কোর্স শেষে চাইলে বাংলাদেশ কারিগরী শিক্ষা বোর্ডের অধীনে সার্টিফিকেট সংগ্রহ করা যাবে।
ভর্তি হওয়ার নিয়মাবলীঃ # পাসপোর্ট সাইজের ছবি সহ আপনার ভোটার আইডি কার্ড / পাসপোর্ট / জন্ম নিবন্ধনের কপি ই মেইলের মাধ্যমে পাঠাতে হবে।
# যেহেতু আসন সংখ্যা সীমিত [ ২৫ জন ] তাই এই সময়ের মধ্যেই আসন নিশ্চিত করতে হবে।
ক্লাস শুরুঃ ক্লাস শুরু হবে ২৮ অক্টোবর ২০১৬ থেকে। [ ২৬ অক্টোবরেই এডমিশন প্রক্রিয়া বন্ধ হয়ে যাবে। ]
যোগাযোগঃ শুধুমাত্র পরীক্ষা ছাড়া এটা সম্পুর্ন অনলাইন ব্যাচ, তাই সকল প্রকার কার্যক্রম অনলাইনের মাধ্যমেই পরিচালনা করা হয়। এবং বিশ্বের যে কোন প্রান্ত থেকেই বাংলা ভাষাভাষীরা এখানে যোগদান করতে পারবেন।
ভর্তি সংক্রান্ত যে কোন প্রশ্ন কিংবা কোন কিছু জানার থাকলে যোগাযোগ করতে পারেন এরিনা সিকিউরিটির হটলাইনে,
# 01779224640
অফিসঃ 2/2 , Mirpur Road, Block-A, Lalmatia, Dhaka-1207
সাইবার সিকিউরিটি স্পেশালিষ্ট হিসেবে নিজের ক্যারিয়ার গড়তে এবং এডভান্স ওয়েব সিকিউরিটি সম্পর্কে জ্ঞান অর্জন করতে আপনি ও চাইলে বিস্তারিত জেনে নিতে পারেন কোর্সটি সম্পর্কে।
এছাড়াও এরিনা সিকিউরিটি নিয়ে সচরাচর কিছু প্রশ্নোত্তর জানতে পারবেন এই লিঙ্কেঃ https://goo.gl/
FuFdMJ
বি.দ্রঃ কোর্স শেষে আগ্রহীরা চাইলে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে Computer and Information ট্রেডে সার্টিফিকেট সংগ্রহ করতে পারবেন।

No comments :

Post a Comment