Thursday, October 13, 2016

ফ্রিল্যান্সার হওয়ার জন্য কি ধরনের শিক্ষাগত যোগ্যতা এবং প্রশিক্ষণ প্রয়োজন

No comments :
যারা ফ্রিল্যান্সার হতে চান তাদের জন্য অত্যন্ত
গুরুত্বপুর্ন প্রশ্ন হলো কতটুকু শিক্ষাগত যোগ্যতা নিয়ে
ফ্রিল্যান্সিং শুরু করা যায় কিংবা এজন্য বিশেষ
কোন ট্রেনিং কতটা জরুরী ।
শিক্ষাগত যোগ্যতা:
ফ্রিল্যান্সার হওয়ার জন্য কোন বিশ্ববিদ্যালয়
থেকে পড়াশোনা শেষ করে আসতে হবে কি-না এটা
স্বাভাবিক প্রশ্ন। বাস্তবে বহু সফল ফ্রিল্যান্সারের
দেখা পাওয়া যাবে যারা উচ্চশিক্ষা লাভ করেননি।
একথা বলার অর্থ এই না যে একজন সফল
ফ্রিল্যান্সার হবার জন্য উচ্চশিক্ষা ডিগ্রী লাভের
প্রয়োজন হয় না। তবে হে ইংরেজী ভাষায় একটু
পারদর্শী হলেই চলে।
কোন ডিগ্রী না থাকা:
উল্লেখ করার মত শিক্ষাগত যোগ্যতা যদি না থাকে
তাহলে ভয় পাওয়ার কোন কারন নেই। আপনার
দক্ষতাকে ঠিকভাবে প্রোফাইলে প্রকাশ করলে
ডিগ্রী কোন বাধাই না।
ডিগ্রী থাকা:
কোন বিষয়ে উচ্চতর পড়াশোনা করলে সেটা বিফলে
যাবে না। আপনার প্রোফাইলে সেটা উল্লেখ করলে
কাজ কিছুটা সহজ হবে। দক্ষতার সাথে ডিগ্রী
থাকলে কাজ ভালভাবে করার সম্ভাবনা থাকে,
কাজের জন্য আরো বেশি অর্থ পাওয়ার পথ তৈরী হয়।
সুতরাং ডিগ্রী থাকুক আর নাই থাকুক, নিজেকে দক্ষ
করে তুললে ফ্রিল্যান্সার হিসেবে ভাল অবস্থান
গড়া খুব সহজ। এটা মোটেই কঠিন কাজ না যদি
নিজের প্রতি আত্মবিশ্বাস থাকে।
বিশেষ প্রশিক্ষণ:
ফ্রিল্যান্সার হওয়ার জন্য প্রশিক্ষণের কোন বিকল্প
নেই। শুধুমাত্র বই পড়ে ও টিউটোরিয়াল দেখে একজন
ভাল মানের ফ্রিল্যান্সার হওয়া সম্ভব নয়, তবে এসব
মাধ্যমগুলো কাজের সহকারী হিসেবে ব্যবহার করা
যেতে পারে। যারা প্রত্যক্ষভাবে কাজ করেন তারা
অভিজ্ঞতা থেকে এমন কিছু পদ্ধতি ব্যবহার করেন
যা বইপত্রে পাওয়া যায় না। তাই ফ্রিল্যান্সার
হওয়ার জন্য বিশেষ প্রশিক্ষণের প্রয়োজন
বাধ্যতামূলক।

No comments :

Post a Comment