Wednesday, October 26, 2016
মেসেজে ব্যবহার করুন বাংলা স্টিকার
স্টিকার বা ইমোজি ব্যবহার করতে কে না ভালোবাসে! তবে আপনি যদি ইংরেজিতে "Happy Birthday", "Beautiful" আর "Good Job" স্টিকার ব্যবহার করতে না চান, তবে আপনার জন্যই আছে বাংলা স্টিকার অ্যাপটি।
অ্যাপটিতে রয়েছে মজার মজার বাংলা স্টিকারের সমাহার। সহজে ব্যবহার উপযোগী এই অ্যাপ থেকে পছন্দের স্টিকারটি বাছাই করে অথবা নিজে স্টিকার তৈরী করে ফেসবুক, ভাইবার, হোয়াটসঅ্যাপ ইত্যাদি জনপ্রিয় ম্যাসেঞ্জারে বন্ধুদের স্টিকার পাঠানো যাবে। এছাড়াও অ্যাপটি দিয়ে যে কেউ সহজেই ছবি এবং টেক্সট ব্যবহার করে নিজের পছন্দমত স্টিকার তৈরী করতে পারবে।
বাংলা স্টিকারের ফিচারসমূহঃ
· এতে রয়েছে নিজের পছন্দমত স্টিকার বানানোর অপশন ।
· জনপ্রিয় এবং প্রচলিত বাংলা শব্দ ও বাক্য
· রয়েছে বিশেষ দিবসের শুভেচ্ছা সম্বলিত স্টিকার।
· আছে মজার মজার মুখভঙ্গি সম্বলিত অনেক অনেক স্টিকার
· রয়েছে স্টিকার ডাউনলোডের সুবিধা।
· সার্চ করার সুবিধা।
তো আর দেরী কিসের? ডাউনলোড করে ফেলুন মজার এই অ্যাপ আর মেতে উঠুন স্টিকার শেয়ারের আনন্দে।
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment