Monday, October 24, 2016
বোতাম পেন হোল্ডার
বিভিন্ন আকারের রঙিন বোতাম আমাদের অনেকেরই পছন্দ। আর ছোট-বড়, হরেক রঙা এসব বোতাম ব্যবহার করে যদি সুন্দর একটি বোতাম পেন হোল্ডার বানানো যায় তবে তো আর কথাই নেই! তাই আমাদের আজকের আয়োজনে থাকছে বোতাম পেন হোল্ডার বানানোর পদ্ধতি।
যা যা লাগবেঃ
যা যা লাগবেঃ
১। আর্ট পেপার
২। বোতাম
৩। টিস্যু পেপার রোল
৪। কাঁচি
৫। আঠা
বানানোর পদ্ধতিঃ
প্রথমে একটি খালি টিস্যু পেপার রোল নিতে হবে। এবার রোলটির উপরে পছন্দ অনুযায়ী যে কোন রঙের চারকোণা একটি আর্ট পেপার আঠা দিয়ে লাগাতে হবে। আর্ট পেপারটি লাগানোর পর তা শুকানোর জন্য কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। এবার শুকিয়ে গেলে, পছন্দ অনুযায়ী অনেকগুলো বোতাম নিতে হবে।
বোতামগুলোর আকার এবং আকৃতি যত ভিন্ন রকমের হবে তত তা দেখতে সুন্দর লাগবে। এবার প্রতিটি বোতামের একপাশে আঠা লাগিয়ে তা সাবধানে টিস্যু পেপার রোলটির উপর বসাতে হবে। রোলটির একপাশ থেকে বোতাম লাগানো শুরু করে ঘুরে অন্যপাশে গিয়ে তা শেষ করতে হবে। চাইলে বোতামের লাইনগুলো আঁকাবাঁকা করেও লাগাতে পারবেন। এবার পেন হোল্ডারটা আবারও শুকানোর জন্য রেখে দিতে হবে। ব্যস, খুব সহজেই প্রস্তুত আপনার টেবিলে রাখার জন্য বোতাম পেন হোল্ডার।
(লোকাল বাস)
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment