Sunday, October 23, 2016

পাসপোর্ট ও জমির খতিয়ান সম্পর্কে জানতে

No comments :

আজ আমরা দেশের যে কোন জায়গা থেকে সহজে ও দ্রুত পাসপোর্ট করা এবং জমির খতিয়ান/পর্চা বের করার উপায় সম্পর্কে জানবো।
সহজে পাসপোর্ট করার পদ্ধতিঃ আজকাল পাসপোর্ট করা আগের তুলনায় আরও সহজ হয়ে গিয়েছে। গ্রাম বা শহর, অর্থাৎ দেশের যে কোন জায়গা থেকে যে কেউ খুব সহজেই ঘরে বসে অনলাইনের মাধ্যমে পাসপোর্টের ফর্ম পূরণ করতে পারবেন এবং নিকটস্থ ডিজিটাল সেন্টারে টাকা ও আবেদন জমা দিতে পারবেন। শুধু একবার ঢাকার পাসপোর্ট অফিসে আসতে হবে ছবি তোলার জন্য। অনলাইনে পাসপোর্ট ফর্ম ফিলাপ করতে হবে বাংলাদেশ মেশিন রিডেবল পাসপোর্ট অনলাইন অ্যাপ্লিকেশন ওয়েবসাইটে। যার ঠিকানা হচ্ছেঃ http://www.passport.gov
.bd/ ।এই ঠিকানায় গিয়ে পাসপোর্ট অ্যাপ্লিকেশন ফিলআপ করতে হবে। অ্যাপ্লিকেশন ফিলআপের নিয়মাবলী পাওয়া যাবে ওয়েবসাইটের উপরে মেন্যুবারে থাকা Online MRP Instruction অপশনে গিয়ে। এই পদ্ধতিতে পাসপোর্ট পাওয়া যাবে নরমাল হলে তিন সপ্তাহের মধ্যে, আর্জেন্ট হলে সময় লাগবে দু’সপ্তাহ। খরচ পড়বে ৩৪৫০/=, আর্জেন্ট হলে লাগবে এর দ্বিগুণ, ৬৯০০/=।
সহজে জমির খতিয়ান/পর্চা/নকল বের করার পদ্ধতিঃ দেশের যেকোন নাগরিক যেকোন জায়গা থেকে ব্যক্তিগত কিংবা ক্রয় করতে ইচ্ছুক যে কোন জমির বিভিন্ন রেকর্ড এখন খুব সহজেই অনলাইন আবেদনের মাধ্যমে সংগ্রহ করতে পারবেন। এসএ (SA),সিএস (CS),বিআরএস (BRS) নকল / পর্চা/ খতিয়ান/ সার্টিফাইড কপি অনলাইনে আবেদন করে সংগ্রহ করা যাবে সংশ্লিষ্ট জেলার জেলার প্রশাসকের কার্যালয়ের রেকর্ডরুম থেকে। জমির খতিয়াল তিনভাবে তোলা যাবে। যেমনঃ
১। জেলা ই-সেবাকেন্দ্রঃ জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা ই-সেবাকেন্দ্রের মাধ্যমে ওয়ানস্টপ সার্ভিস গ্রহন করা যায়।
২। ইউনিয়ন তথ্য ও সেবাকেন্দ্রঃ দেশের বিভিন্ন ইউনিয়ন পরিষদে অবস্থিত ইউনিয়ন পরিষদ সেবা কেন্দ্র(ইউআইএসস
ি) থেকে নাগরিকগন আবেদন করতে পারবেন।সেক্ষেত্রে সরকার নির্ধারিত কোর্ট ফি ছাড়াও জেলা প্রশাসন নির্ধারিত প্রসেসিং ফি দিতে হবে।
৩। জেলা ওয়েব পোর্টালঃ জেলা ওয়েব পোর্টালে নির্ধারিত আবেদন ফরম ফিলআপ করে ব্যক্তি নিজেই জমির খতিয়ান সংগ্রহ করতে পারে। জেলা ওয়েব পোর্টাল পাবার জন্য আপনাকে
www.districtname.gov.bd ঠিকানায় যোগাযোগ করতে হবে। সেখানে জমির খতিয়ানের জন্য আবেদন বাটনে ক্লিক করলেই সংশ্লিষ্ট ফর্মটি পাওয়া যাবে।
জমির খতিয়ানের জন্য আবেদন করা যায় দু’ভাবেঃ
ক) জরুরি ডেলিভারীঃ সময় লাগে সাধারনত ০৩ কার্যদিবস
খ) সাধারন ডেলিভারীঃ সময় লাগে লাগে ৭-১০দিন।
*খতিয়ান(পর্চা)টি ডাকযোগে পেতে নির্ধারিত কলাম পূরণ করতে হবে।
* আবেদনের সাথে নির্ধারিত কোর্ট ফি জেলা প্রশাসকের সংশ্লিষ্ট ই-সেবাকেন্দ্র থেকে ক্রয় করে আবেদনপত্রের সাথে যুক্ত করে জেলা সেবা কেন্দ্রে জমা দেওয়া যাবে। এছাড়াও আবেদনের সাথে কোর্ট ফি সংযুক্ত করে ডাকযোগে জেলা ই-সেবাকেন্দ্রে জমা দেওয়া যাবে।
*খতিয়ান উত্তোলন ফিঃ জরুরিঃ কোর্ট ফি-২০ টাকা, ডেলিভারী ফি-২ টাকা।
সাধারণঃ কোর্ট ফি- ১০ টাকা, ডেলিভারী ফি- ২ টাকা।
খতিয়ানের তোলার জন্য বিস্তারিত জানতে এবং আবেদনের নমুনা পত্র ডাউনলোড করতে ঘুরে আসুন এই ঠিকানায়- https://goo.gl/TZOqGw
জীবনযাত্রাকে আরও সহজ করে তোলার এরকম আরও সেবার খবর আপনার কাছে পৌঁছে দিতে এইচডিএম-এর নতুন আয়োজন শান্তিপাশা ডট কম।এইচডিএম হচ্ছে এটুআই (এক্সেস টু ইনফরমেশন) এর নতুন সংযোজন। প্রতি পর্বে আছে কুইজ, কুইজে অংশ নিয়ে জিতে নিতে পারেন আকর্ষণীয় পুরষ্কার। অনুষ্ঠান শেষে প্রতিটি পর্ব আপলোড করা হবে আমাদের ইউটিউব চ্যানেলে। ইউটিউব লিংকঃ
https://goo.gl/kFNUr1 , প্রোগ্রামটি নিয়ে বিস্তারিত জানতে চোখ রাখুন বিটিভির পর্দায়।

No comments :

Post a Comment