Sunday, October 23, 2016

আন্ড্রয়েড কথন- ডলফিন ব্রাউজার

No comments :






ডলফিন ব্রাউজার আধুনিক সব বৈশিষ্ট্যসম্পন্ন দ্রুতগতির একটি ইন্টারনেট ব্রাউজার। ব্রাউজারটির ইউজার ইন্টারফেস ইতিমধ্যে অনেক ব্যবহারকারীর মন জয় করে ফেলেছে।
ডলফিন ব্রাউজার এইচডি-র প্রধান সুবিধা হচ্ছে জেসচার কন্ট্রোল। ব্রাউজারটি চালু থাকা অবস্থায় নিচের কোণ থেকে জেসচার মোড চালু করে স্ক্রিনে আঙ্গুল দিয়ে স্পর্শ করে f লিখলে দেখবেন মূহুর্তেই চলে আসবে ফেসবুক! একইভাবে G লিখলে আসবে গুগল। এভাবে পছন্দমতো সাইটের জন্য আলাদা আলাদা টাচ জেসচার যোগ করে নিতে পারবেন। এছাড়াও এতে ভয়েস কন্ট্রোল রয়েছে, যার মাধ্যমে কথা বলেই ব্রাউজিং-এর কাজ সেরে নিতে পারবেন।
ডাউনলোড লিঙ্ক
ডাউনলোডে ডাটা খরচ প্রযোজ্য

No comments :

Post a Comment