Thursday, October 20, 2016

ডিজিটাল ওয়ার্ল্ডে টোল ফ্রি ৯৯৯ সেবা

No comments :

কোন খরচ ছাড়াই ৯৯৯ নম্বরে ফোন করে নাগরিকরা ডেস্ক থেকে পুলিশ, ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্স সেবা নিতে পারবেন। এ জন্য গ্রাহকের কোনো রকম খরচ লাগবে না।
১৯ তারিখ থেকে শুরু হওয়া তিন দিনের ডিজিটাল ওয়ার্ল্ডে এই সেবা উদ্বোধন করা হবে। ইতিমধ্যে পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে এটি। রোববার থেকে ৯৯৯ নম্বরে কল ঢুকতে শুরু করেছে। একই সঙ্গে সকল অপারেটর থেকে কল করার ব্যবস্থাও এতে সংযুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। দুটি ইন্টারনেট প্রটোকল টেলিফোন সার্ভিস প্রোভাইডার অগ্নি সিস্টেমস ও আম্বার আইটি এ কল সেন্টারে কারিগরি সহায়তা দেবে। দুই কোম্পানি মিলে একই সঙ্গে ১২০টি কলে সাড়া দেওয়া যাবে, বলে জানিয়েছেন কোম্পানির কর্মকর্তারা। এর আগে কয়েক দফায় তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক কয়েকটি শর্টকোড বরাদ্দ নেন টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের কাছ থেকে। পরে শেষ পর্যন্ত সব ফেরত দিয়ে ৯৯৯ নম্বরে সেবাটি চালু করতে যাচ্ছেন তিনি। একই ধরণের জরুরি সেবা সংক্রান্ত কার্যক্রম পরিচালনার কথা বলে টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিমও বিটিআরসির কাছ থেকে ১১১ বরাদ্দ নিয়েছেন। এখন সেটি ৯৯৯ হিসেবে উন্মুক্ত হতে যাচ্ছে।

No comments :

Post a Comment