Saturday, November 12, 2016

Windows Explorer মেনুবার আনবেন যেভাবে

No comments :




উইন্ডোজ সেভেন এ এক্সপ্লোরার উইন্ডোতে এক্সপির মত মেনুবার যথা File, Edit বা Tools ট্যাব না থাকায় অনেকেরই ধরণা যে, থাকলে হয়তবা ভাল হত। আপনি চাইলে উইন্ডোজ সেভেনেও করে নিতে পারেন। সে জন্য একটি উইন্ডো ওপেন করে উপরে বামে Organize ট্যাবে ক্লিক করে Layout থেকে Menu bar-এ টিক চিহ্ন দিয়ে দিন। আর Layout-এর নিচেই পাবেন দরকারি Folder and search options অপশনটি। এখানে জেনারেল সেটিংয়ে পাবেন দুটি ভিউ যার প্রথমটি সিলেক্ট করা থাকে যেটির সাহয্যে প্রত্যেকটি ফোল্ডার একই উইন্ডোতে ওপেন হয়।
আর তার নিচেরটি সিলেক্ট করে রাখলে প্রতিটি ফোল্ডারের জন্য নতুন উইন্ডোর মাধ্যমে ওপেন হবে। তার নিচেই পাবেন আপনি কোন ফোল্ডার বা ফাইলকে এক ক্লিকে ওপেন করতে চান নাকি ডাবল ক্লিকে। সেটিও নির্বাচন করে দিতে পারেন। এবং আপনি কোন ফোল্ডারে আছেন তার ইনফরমেশন দেখতে চাইলে একেবারে নিচের দিকের নেভিগ্যাশন পেন থেকে সিলেক্ট করে দিন যেটি দরকার।

No comments :

Post a Comment