Friday, November 11, 2016

প্রয়োজনে USB পোর্ট বন্ধ রাখবেন যেভাবে

No comments :

ইউএসবি পোর্ট বন্ধ রাখবেন যেভাবে:
->->->->->->->->->->->->->->
ব্যক্তিগত কিছু গুরুত্বপূর্ণ ফাইল থাকে যেগুলো আপনার অনুপস্থিতিতে অন্য কেউ নিয়ে নিতে পারে। অথবা ভাইরাসযুক্ত কোনো ড্রাইভ কম্পিউটারে প্রবেশ করিয়ে কম্পিউটারের বারটা বাজিয়ে দিতে পারে। এ ধরনের অনাকাঙ্ক্ষিত সমস্যা থেকে মুক্তি পেতে বন্ধ রাখতে পারেন ইউএসবি পোর্ট।


My Computer এ Right Button ক্লিক করে Manage এ থেকে Continue তে ক্লিক করে Device Manager এ গিয়ে Universal Serial Bus controllers থেকে USB Root Hub সবার শেষের আগেরটা Right button ক্লিক করে Disable করে দিতে হবে। তাহলে আপনার কম্পিউটারে আর Pen drive/Modem যাই প্রবেশ করানো হোক না কেন সেগুলো Show করবে না। আবার Enable করে দিলে Show করবে।

No comments :

Post a Comment