Saturday, November 12, 2016
টাস্কবারের আইকনগুলোর আকার পরিবর্তন করবেন যেভাবে
মনিটরের নিচের অংশের যেখানে বিভিন্ন ফোল্ডার বা ফাইল জমা থাকে অর্থাৎ কোন প্রোগ্রাম চালু করলেই যেখানে জমা থাকে এবং একেবারে ডানে সময় ও তারিখ দেওয়া আছে তার নাম টাস্কবার। আপনি চাইলে টাস্কবারে অবস্থিত আইকনগুলো এখন যেমন দেখছেন তার থেকে ছোট করে রাখতে পারেন। আবার মনিটর ছোট হলে টাস্কবারটাকেই হাইড বা অটো হাইড করে রাখতে পারেন।
এজন্যে টাস্কবারে রাইট ক্লিক করে প্রোপার্টিজে গিয়ে Use small icons টিক দিয়ে OK করুন। সেখানে অটো হাইড টাস্কবার নামের একটি অপশন আছে সেটিতে চেক করে রাখলে মাউস যখন টাস্কবারের উপরের আসবে ঠিক তখনই কেবল টাস্ববার শো করবে।
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment