Wednesday, November 16, 2016
আইডি ছাড়া স্কাইপে কলিং ফিচার
জরুরি প্রয়োজনে অনেক সময় স্কাইপ ব্যবহার করতে হয়। সেই সময় আইডি বা পাসওয়ার্ড দিয়ে লগইন কিংবা নতুন ব্যবহারকারী হলে নিবন্ধন করে আইডি তৈরি করা বেশ ঝামেলার কাজ।
এই ঝামেলা থেকে মুক্তি দিতে আইডি ছাড়াই স্কাইপ ব্যবহারের সুবিধা যুক্ত করেছে মাইক্রোসফটের অধিগ্রহণকৃত জনপ্রিয় এই সেবাটি। সম্প্রতি ‘গেস্ট বা অতিথি’ নামে নতুন একটি ফিচার যুক্ত করেছে স্কাইপ। ফলে স্কাইপ সফটওয়্যার ডাউনলোড ছাড়াই শুধুমাত্র ওয়েব ব্রাউজারে আইডি ছাড়াই কলিং করা যাবে। যদিও এই ফিচারটি এখনো বেটা সংস্করণে রয়েছে। স্কাইপ ব্যবহারের জন্য প্রথমে এই ঠিকানায় যেতে হবে। তারপর ‘স্টার্ট কনভারসেশন’ নামের অপশনটিতে ক্লিক করতে হবে। একটি নাম দেয়ার পর লিংক কপি করার অপশন আসবে। এরপর সেই লিংকটি কপি করে যে ব্যক্তির সাথে কথা বলতে হবে, তাকে ইমেইল বা ম্যাসেজের মাধ্যমে লিংকটি পাঠিয়ে দিলেই হবে।
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment