Wednesday, November 9, 2016
Computer Restore করাবেন যেভাবে
1। Restore computer to an earlier time এই কথাটিতে সিলেক্ট করুন। 2। এখন Next এ চাপুন।
যেই তারিখ গুলো বোল্ড বা মোটা অক্ষরের ঐ সমস্ত তারিখে আপনি আপনার কম্পিউটার কে System Restore বা Computer Restore দিতে পারবেন। অর্থাৎ আপনার কম্পিউটারে, ঐ তারিখটিতে যেই রকমের সেটিংস ছিল ঠিক সেই রকমের সেটিংস হয়ে যাবে। এমন একটি তারিখ সিলেক্ট করতে হবে, যেই তারিখটিতে আপনার পিসিতে ঐ সফটওয়্যারটি সেটআপ দেওয়া ছিল। অথবা আনুমান করে ওই তারিখের পূর্বের কোন তারিখ সিলেক্ট করতে পারেন।
তারপর Next করুন। এখন যদি System Restore বা Computer Restore এর প্রয়োজন থাকে তাহলেই, শুধুমাত্র next এ ক্লিক করুন। নয়ত দরকার নেই। প্রয়োজন হলে করবেন।
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment