Thursday, November 17, 2016
খুব সহজেই Pdf ফাইলটিকে Word এ রূপান্তর করে নিন
আমরা সবাই জানি ইবুক পড়ার জন্য সবচেয়ে উত্তম ও জনপ্রিয় পন্থা হলো pdf ফাইল। মূলত এর অনেক গুণও রয়েছে। আমরা অনেকেই আছি যারা পিডিএফ ফাইলটিকে ইচ্ছা মতো সম্পাদন করতে চাই কিন্তু পারি না কারণ pdf ফাইলকে সম্পাদন করা যায় না। তাহলে এক্ষেত্রে সবচেয়ে ভালো হয় যদি তা Microsoft Word এ রূপান্তর করা যায়, যাতে করে ইচ্ছা মতো ফাইল সম্পাদন করে তা আবার পূনরায় pdf বানানো যায় অথবা তা কম্পিউটারে সেইভ করে রাখা যায়। আর তাই এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি PDF to WORD Converter. যার মাধ্যমে আপনারা খুব সহজেই PDF ফাইলকে WORD এ রূপান্তর করে নিতে পারবেন।
No related posts
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment