Friday, November 18, 2016
মেসেঞ্জারে ‘রুমস’
টেকক্রাঞ্চের প্রতিবেদনে বলা হয়েছে, মেসেঞ্জার চ্যাট আপে নেটওয়ার্কিং অ্যাপ্লিকেশন ‘রুমস’ ফিচারটিকে যুক্ত করছে ফেইসবুক।
বর্তমানে অস্ট্রেলিয়া ও কানাডাতে এটি পরীক্ষামূলক ভাবে চালু করা হয়েছে। ২০১৪ সালের অক্টোবরে ‘রুমস’ উন্মুক্ত করেছিল ফেইসবুক। কিন্তু এক বছরের মাথায় তা বন্ধ হয়ে যায়। মেসেঞ্জার ব্যবহারকারীদের বিভিন্ন বিষয়ভিত্তিক আলোচনার জন্য ‘রুমস’ সেবাটি চালু করতে যাচ্ছে ফেইসবুক। বিভিন্ন বিষয়ে আগ্রহী বস্তু নিয়ে উন্মুক্ত আলোচনার জন্য এই রুমস-সেবা। প্রতিটি রুমে একটি লিংক থাকবে, যা শেয়ার করা যাবে। এতে যেকোনো মেসেঞ্জার ব্যবহারকারী ওই লিংক ধরে আলোচনায় অংশ নিতে পারবেন। নতুন ব্যবহারকারীদের আমন্ত্রণ করা বা অনুমোদন দেওয়ার নিয়ন্ত্রণও থাকবে ব্যবহারকারীর হাতে। গ্রুপ চ্যাট বিষয়টি যেহেতু পরিবার ও বন্ধুদের মধ্যে সীমাবদ্ধ, তাই রুমস ব্যবহার করে নির্দিষ্ট বিষয়ে অপরিচিতদের সঙ্গেও আলোচনা করা যাবে।
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment