Wednesday, November 9, 2016

স্টোর করুন গুগল ড্রাইভে

No comments :





ফটো, অডিও, ভিডিওসহ যেকোনো দরকারী ফাইল নিরাপদে সংরক্ষণের জন্য গুগল ড্রাইভ হতে পারে সবচেয়ে কার্যকরী ক্লাউড স্টোরেজ সলিউশান।


স্মার্টফোনের পাশাপাশি ট্যাব, পিসি কিংবা ল্যাপটপ থেকেও গুগল ড্রাইভ ব্যবহার করা যায়। গুগল ড্রাইভে খুব সহজেই যেকোনো স্থান থেকে ডকুমেন্টস, অডিও-ভিডিওসহ যেকোনো ফাইল আপলোড করে সংরক্ষণ করা যায় এবং যখন দরকার তখন যেকোনো স্থান এবং যেকোনো ডিভাইস থেকে গুগলে সাইন ইনের মাধ্যমে দ্রুত দেখা যায় ও ব্যবহার করা যায়।












এছাড়াও খুব সহজে ফাইল কনটেন্ট শেয়ার করা যায় এবং প্রয়োজনে অন্যদেরকে ড্রাইভের ফাইল দেখা, কমেন্ট করা ও পরিবর্তনের এক্সেস দেওয়া যায়। গুগল ড্রাইভের ফাইল অফলাইনেও দেখা সম্ভব।


গুগল ড্রাইভের সেবা পেতে জিমেইল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করতে হবে। না থাকলে জিমেইল অ্যাকাউন্টে সাইন আপ করলেই গুগল ড্রাইভে ১৫ গিগাবাইট স্পেস ফ্রি পাওয়া যাবে। এরপর চাইলে আরো স্পেস কেনা যাবে খুব সহজেই। গুগল ড্রাইভে গুগল ডকস, গুগল ফটোস, গুগল শিটস, গুগল কিপের মত অ্যাটাচমেন্ট আছে, যা আপনাকে দক্ষতা ও ক্রিয়েটিভিটি বাড়াতে সব ধরনের সহায়তা দেবে।


তবে আর দেরী কেন? খুলে ফেলুন একটি জিমেইল একাউন্ট এবং উপভোগ করুন গুগল ড্রাইভের অশেষ উপযোগিতা!

No comments :

Post a Comment