Monday, November 7, 2016

বাইক চুরি থেকে বাঁচতে টিপস

No comments :




বাইকারদের কাছে নিজ-নিজ বাইক প্রাণের চাইতেও প্রিয়! সেই বাইক চুরি হলে এর চেয়ে বেশী কষ্টের আর কি আছে দুনিয়াতে? আসুন দেখা যাক কি কি উপায়ে বাইক চুরি ঠেকানো যায়।
১। ভাল কোম্পানির ডিস্ক লক ব্যবহার করা অনেক জরুরী; যাতে চোর বাইক স্টার্ট করে জোরে টান দিলে ডিস্ক লক ভেঙ্গে না যায়। সম্ভব হলে বাইকে ভাল কোম্পানির গ্রিপ লক এবং চেইন স্পোকেটে একটা এক্সট্রা লক লাগাবেন। এই দুইটা জিনিস বেশ ভালই কাজ করে।

২। অনেক দূর পর্যন্ত রেঞ্জ কাজ করে, এমন একটি ভাল কোম্পানির সিকিউরিটি অ্যালার্ম বাইকে লাগান। এই অ্যালার্ম চুরি ঠেকাতে অনেক সহায়তা করে।


৩। বাইক রেখে কোথাও যেতে হলে চেষ্টা করুন কোনো দোকান বা লোকজন বেশী এমন কোথাও রাখতে। পার্কিং লটে সাবধান হোন। পার্কিং লট থেকে অহরহ বাইকও হেলমেট চুরি হয়। সবচেয়ে ভাল হয় যদি কোন ব্যাংক বা এটিএম বুথের সামনে বাইক রেখে যেতে পারেন; কারণ এগুলোর সামনে সবসময় সিকিউরিটি গার্ড থাকে এবং মাঝে-মাঝে সিসিটিভি ক্যামেরাও থাকে। সিকিউরিটি গার্ডদেরকে ১০-২০ টাকা বকশিস দিলেই ওরা সাধারণত আপনার বাইকের উপর নজর রাখবে।

No comments :

Post a Comment