Saturday, November 5, 2016

**ইউটিউব ভিউ এবং সাবস্ক্রাইবার বাড়ানোর প্রয়োজনীয় কিছু টিপস**

No comments :

পুরো
পোষ্ট টি মনোযোগ দিয়ে পড়বেন।
JUNE 9 · YOUTUBE HELP BD
আপনি ইউটিউব এ একটি ভিডিও
দিবেন,সেটা রাতারাতি হাজার হাজার
ভিউ পড়বে এমন চিন্তা করাটা বোকামি।
মানুষ আপনার ভিডিও তখন ই দেখবে যখন
ওই ভিডিও টি তার কাছে পৌঁছাবে,এজন্য
নিচের পদ্ধতি অবলম্বন করা যেতে পারে
১.ফেসবুক এ যদি বড় কোন পেজ
থাকে,সেখানে শেয়ার করুন অথবা
অনেকে টাকার বিনিমেয় শেয়ার করে
তাদের বলুন।প্রয়োজনে মেয়েদের নাম
দিয়ে ফেক আইডি খুলুন এবং ৫হাজার
ফ্রেন্ড বানান,কয়েকটা আইডি ব্যাবহার
করে বড় গ্রুপ করে সেখানে শেয়ার করুন২
যতদূর সম্ভব আপনার ভিডিওরর লিংকটি
সোশ্যাল মিডিয়া গুলোতে শেয়ার করুন।
৩.মোটামুটি ৩৪/৪০ টি ভিডিও দেয়ার
চেষ্টা করুন।ভিডিও গুলো অবশ্যই প্লে
লিস্ট করে রাখবেন,এতে সাজেশন এ
আপনার ভিডিও গুলাই শো করবে।৪.এমন
ভিডিও দিবেন যেন সেটা ভিউয়ার
মিনিমাম অর্ধেক এর বেশী দ্যাখে।
ভিউয়ার কে লাইক কমেন্ট করার জন্য
উৎসাহিত করুন
৫.সর্বোচ্চ সংখ্যক ট্যাগ দিন,ডিসক্রিপশন
এ ৫০০০ অক্ষর আর ট্যাগ এ ৫০০ অক্ষর
পুরোটাই দিবেন,আর ট্যাগ এর জন্য
tubebuddy অবশ্যই অবশ্যই ইউস করবেন।
৬.ইউটিউব থেকে আয় করার সত্যি ইচ্ছা
থাকে তাহলে মিনিমাম আপনাকে ৬মাস
ধের্য্য ধরে কাজ করতে হবে,সাফল্য
নিশ্চিত।সাবস্ক্রাইবার বাড়ানোর জন্যঃ
একবার চিন্তা করুন তো,
আপনার চ্যানেল ভিউয়ার কেন
সাবস্ক্রাইব করবে?আপনার চ্যানেল তখন ই
সাবস্ক্রাইব করবে যখন আপনার চ্যানেল এ
ইউনিক কিছু থাকবে।দেখবেন যারা
ভিডিও ক্রিয়েট করে(যেমন-প্রাংক
ভিভিও,টিউটোরিয়াল,মিউজিক ভিডিও)
যারা ক্রিয়েট করে তাদের সাবস্ক্রাইবার
বেশী থাকে,তাই যতদূর সম্ভব ইউনিক
ভিডিও (যেমন:টিউটোরিয়াল) ক্রিয়েট
করুন।
কথা গুলো নিজের অভিজ্ঞতা থেকে
বললাম,যেকোন মতামত সাদরে গ্রহণযোগ্য।
লিখা :সৌমিত

Friday, November 4, 2016

# কম্পিউটার বিষয়ক কিছু # গুরুত্বপূর্ণ পূর্ণরূপ

No comments :

# সাধারণ_জ্ঞান :-
✲ GIF এর পূর্ণরূপ — Graphic Interchangeable Format.
✲ BMP এর পূর্ণরূপ — Bitmap.
✲ JPEG এর পূর্ণরূপ — Joint Photographic Expert Group.
✲ PNG এর পূর্ণরূপ — Portable Network.
✲ Wi-Fi র পূর্ণরূপ — Wireless Fidelity.
✲ HTTP এর পূর্ণরূপ — Hyper Text Transfer Protocol.
✲ HTTPS এর পূর্ণরূপ — Hyper Text Transfer Protocol Secure.
✲ URL এর পূর্ণরূপ — Uniform Resource Locator.
✲ IP এর পূর্ণরূপ— Internet Protocol.
✲ VIRUS এর পূর্ণরূপ — Vital Information Resource Under Seized.
✲ UMTS এর পূর্ণরূপ — Universal Mobile Telecommunication System.
✲ RTS এর পূর্ণরূপ — Real Time Streaming.
✲ AVI এর পূর্ণরূপ — Audio Video Interleave.
✲ SIS এর পূর্ণরূপ — Symbian OS Installer File.
✲ AMR এর পূর্ণরূপ — Adaptive Multi-Rate Codec.
✲ JAD এর পূর্ণরূপ — Java Application Descriptor.
✲ JAR এর পূর্ণরূপ — Java Archive.
✲ MP3 এর পূর্ণরূপ — MPEG player lll.
✲ 3GPP এর পূর্ণরূপ — 3rd Generation Partnership Project.
✲ 3GP এর পূর্ণরূপ — 3rd Generation Project.
✲ MP4 এর পূর্ণরূপ — MPEG-4 video file.
✲ SIM এর পূর্ণরূপ — Subscriber Identity Module.
✲ 3G এর পূর্ণরূপ — 3rd Generation.
✲ GSM এর পূর্ণরূপ — Global System for Mobile Communication.
✲ CDMA এর পূর্ণরূপ — Code Divison Multiple Access.
✲ AAC এর পূর্ণরূপ — Advanced Audio Coding.
✲ SWF এর পূর্ণরূপ — Shock Wave Flash.
✲ WMV এর পূর্ণরূপ — Windows Media Video.
✲ WMA এর পূর্ণরূপ — Windows Media Audio.
✲ WAV এর পূর্ণরূপ — Waveform Audio

সিভিল ইঞ্জিনিয়ারিং এর মোটামুটি সকল পূর্ণনাম

No comments :

————————————————
SFD- Shear force diagram
BMD- Bending moment diagram
IL- influence line
CC-Cement concrete.
AC-Asbests cement.
CS-Comparative statement.
PERT-Programme Evaluation and Review Technique.
CPM-Critical path method .
USD-Ultimate strength design.
W.S.D-Working stress design.
BNBC-Bangladesh national building code.
PL-Plinth level.
GL-Ground level.
EGL-Existing ground level.
OGL-Original ground level .
FGL-Formation ground level.
HFL-Highest flood level.
RL- Reduced level.
A.C.I-American concrete institute.
A.A.S.H.O- American Association of state highway official.
A.R.E.A-American Railway engineering association.
A.S.T.M-American society for testing and materials .
B.S.I-Bangladesh standard institute.
B.S.T.I-Bangladesh standard testing institute.
ISI-Indian standard institute.
W.C-Water closet.
B.M-Bending moment.
L.L-Live load.
D.L-Dead load.
E.L-Environmental load.
U.S.C-Ultimate stress of concrete.
A.S.C-Allowable Stress of concrete.
F.M-Findness modulas, Frog Mark, Fouling Mark
B.M-Bench mark .
PVC- Poly vinyl choloride .
UPVC- Unplasticized Poly vinyl choloride.
PPR – Poly Propylene Random
SWG- Standard wire gauge.
MB-Measurement book.
GP-Ground plane.
VP-Vertical plane.
HP-Horizontal plane
GWT- Ground water table

Thursday, November 3, 2016

বাংলা টাইপিং এ ব্যবহৃত ১২৮টি যুক্তবর্ণ র বাইরে কোন যুক্তবর্ণ সম্ভবত বাংলায় প্রচলিত নয়।

No comments :


বাংলা টাইপিং এ যারা দুর্বল তাদের
কাজে লাগবে। নিচের যুক্তবর্ণের
তালিকাটি বাংলা সঠিকভাবে লিখতে
সহায়ক হতে পারে। এখানে বাংলায় ব্যবহৃত
১২৮টি যুক্তবর্ণ দেওয়া হয়েছে। এর বাইরে
কোন যুক্তবর্ণ সম্ভবত বাংলায় প্রচলিত নয়।
১. ক্ষ = ক+ষ
২. ষ্ণ = ষ+ণ
৩. জ্ঞ = জ+ঞ
৪. ঞ্জ = ঞ+জ
৫. হ্ম = হ+ম
৬. ঞ্চ = ঞ+চ
৭. ঙ্গ = ঙ+গ
৮. ঙ্ক = ঙ+ক
৯. ট্ট = ট + ট
১০. ক্ষ্ম = ক্ষ + ম = ক + ষ + ম
১১. হ্ন = হ + ন
১২. হ্ণ = হ + ণ
১৩. ব্ধ = ব + ধ
১৪. ক্র = ক + ্র (র-ফলা)
১৫. গ্ধ = গ + ধ
১৬. ত্র = ত + ্র (র-ফলা)
১৭. ক্ত = ক + ত
১৮. ক্স = ক + স
১৯. ত্থ = ত + থ (উদাহরণঃ উত্থান, উত্থাপন)
২০. ত্ত = ত + ত (উদাহরণঃ উত্তম, উত্তর,
সত্তর)
২১. ত্ম = ত + ম (উদাহরণঃ মাহাত্ম্য)
২২. ক্ক = ক + ক; যেমন- আক্কেল, টেক্কা
২৩. ক্ট = ক + ট; যেমন- ডক্টর (মন্তব্য: এই
যুক্তাক্ষরটি মূলত ইংরেজি/বিদেশী কৃতঋণ
শব্দে ব্যবহৃত)
২৩. ক্ট্র = ক + ট + র; যেমন- অক্ট্রয়
২৫. ক্ত = ক + ত; যেমন- রক্ত
২৬. ক্ত্র = ক + ত + র; যেমন- বক্ত্র
২৭. ক্ব = ক + ব; যেমন- পক্ব, ক্বণ
২৮. ক্ম = ক + ম; যেমন- রুক্মিণী
২৯. ক্য = ক + য; যেমন- বাক্য
৩০. ক্র = ক + র; যেমন- চক্র
৩১. ক্ল = ক + ল; যেমন- ক্লান্তি
৩২. ক্ষ = ক + ষ; যেমন- পক্ষ
৩৩. ক্ষ্ণ = ক + ষ + ণ; যেমন- তীক্ষ্ণ
৩৪. ক্ষ্ব = ক + ষ + ব; যেমন- ইক্ষ্বাকু
৩৫. ক্ষ্ম = ক + ষ + ম; যেমন- লক্ষ্মী
৩৬. ক্ষ্ম্য = ক + ষ + ম + য; যেমন- সৌক্ষ্ম্য
৩৭. ক্ষ্য = ক + ষ + য; যেমন- লক্ষ্য
৩৮. ক্স = ক + স; যেমন- বাক্স
৩৯. খ্য = খ + য; যেমন- সখ্য
৪০. খ্র = খ+ র যেমন; যেমন- খ্রিস্টান
৪১. গ্ণ = গ + ণ; যেমন - রুগ্ণ
৪২. গ্ধ = গ + ধ; যেমন- মুগ্ধ
৪৩. গ্ধ্য = গ + ধ + য; যেমন- বৈদগ্ধ্য
৪৪. গ্ধ্র = গ + ধ + র; যেমন- দোগ্ধ্রী
৪৫. গ্ন = গ + ন; যেমন- ভগ্ন
৪৬. গ্ন্য = গ + ন + য; যেমন- অগ্ন্যাস্ত্র,
অগ্ন্যুৎপাত, অগ্ন্যাশয়
৪৭. গ্ব = গ + ব; যেমন- দিগ্বিজয়ী
৪৮. গ্ম = গ + ম; যেমন- যুগ্ম
৪৯. গ্য = গ + য; যেমন- ভাগ্য
৫০. গ্র = গ + র; যেমন- গ্রাম
৫১. গ্র্য = গ + র + য; যেমন- ঐকাগ্র্য, সামগ্র্য,
গ্র্যাজুয়েট
৫২. গ্ল = গ + ল; যেমন- গ্লানি
৫৩. ঘ্ন = ঘ + ন; যেমন- কৃতঘ্ন
৫৪. ঘ্য = ঘ + য; যেমন- অশ্লাঘ্য
৫৫. ঘ্র = ঘ + র; যেমন- ঘ্রাণ
৫৬. ঙ্ক = ঙ + ক; যেমন- অঙ্ক
৫৭. ঙ্ক্ত = ঙ + ক + ত; যেমন- পঙ্ক্তি
৫৮. ঙ্ক্য = ঙ + ক + য; যেমন- অঙ্ক্য
৫৯. ঙ্ক্ষ = ঙ + ক + ষ; যেমন- আকাঙ্ক্ষা
৬০. ঙ্খ = ঙ + খ; যেমন- শঙ্খ
৬১. ঙ্গ = ঙ + গ; যেমন- অঙ্গ
৬২. ঙ্গ্য = ঙ + গ + য; যেমন- ব্যঙ্গ্যার্থ,
ব্যঙ্গ্যোক্তি
৬৩. ঙ্ঘ = ঙ + ঘ; যেমন- সঙ্ঘ
৬৪. ঙ্ঘ্য = ঙ + ঘ + য; যেমন- দুর্লঙ্ঘ্য
৬৫. ঙ্ঘ্র = ঙ + ঘ + র; যেমন- অঙ্ঘ্রি
৬৬. ঙ্ম = ঙ + ম; যেমন- বাঙ্ময়
৬৭. চ্চ = চ + চ; যেমন- বাচ্চা
৬৮. চ্ছ = চ + ছ; যেমন- ইচ্ছা
৬৯. চ্ছ্ব = চ + ছ + ব; যেমন- জলোচ্ছ্বাস
৭০. চ্ছ্র = চ + ছ + র; যেমন- উচ্ছ্রায়
৭১. চ্ঞ = চ + ঞ; যেমন- যাচ্ঞা
৭২. চ্ব = চ + ব; যেমন- চ্বী
৭৩. চ্য = চ + য; যেমন- প্রাচ্য
৭৪. জ্জ = জ + জ; যেমন- বিপজ্জনক
৭৫. জ্জ্ব = জ + জ + ব; যেমন- উজ্জ্বল
৭৬. জ্ঝ = জ + ঝ; যেমন- কুজ্ঝটিকা
৭৭. জ্ঞ = জ + ঞ; যেমন- জ্ঞান
৭৮. জ্ব = জ + ব; যেমন- জ্বর
৭৯. জ্য = জ + য; যেমন- রাজ্য
৮০. জ্র = জ + র; যেমন- বজ্র
৮১. ঞ্চ = ঞ + চ; যেমন- অঞ্চল
৮২. ঞ্ছ = ঞ + ছ; যেমন- লাঞ্ছনা
৮৩. ঞ্জ = ঞ + জ; যেমন- কুঞ্জ
৮৪. ঞ্ঝ = ঞ + ঝ; যেমন- ঝঞ্ঝা
৮৫. ট্ট = ট + ট; যেমন- চট্টগ্রাম
৮৬. ট্ব = ট + ব; যেমন- খট্বা
৮৭. ট্ম = ট + ম; যেমন- কুট্মল
৮৮. ট্য = ট + য; যেমন- নাট্য
৮৯. ট্র = ট + র; যেমন- ট্রেন (মন্তব্য: এই
যুক্তাক্ষরটি মূলত ইংরেজি/বিদেশী কৃতঋণ
শব্দে ব্যবহৃত)
৯০. ড্ড = ড + ড; যেমন- আড্ডা
৯১. ড্ব = ড + ব; যেমন- অন্ড্বান
৯২. ড্য = ড + য; যেমন- জাড্য
৯৩. ড্র = ড + র; যেমন- ড্রাইভার, ড্রাম
(মন্তব্য: এই যুক্তাক্ষরটি মূলত ইংরেজি/
বিদেশী কৃতঋণ শব্দে ব্যবহৃত)
৯৪. ড়্গ = ড় + গ; যেমন- খড়্গ
৯৫. ঢ্য = ঢ + য; যেমন- ধনাঢ্য
৯৬. ঢ্র = ঢ + র; যেমন- মেঢ্র (ত্বক) (মন্তব্য:
অত্যন্ত বিরল)
৯৭. ণ্ট = ণ + ট; যেমন- ঘণ্টা
৯৮. ণ্ঠ = ণ + ঠ; যেমন- কণ্ঠ
৯৯. ণ্ঠ্য = ণ + ঠ + য; যেমন- কণ্ঠ্য
১০০. ণ্ড = ণ + ড; যেমন- গণ্ডগোল
১০১. ণ্ড্য = ণ + ড + য; যেমন- পাণ্ড্য
১০২. ণ্ড্র = ণ + ড + র; যেমন- পুণ্ড্র
১০৩. ণ্ঢ = ণ + ঢ; যেমন- ষণ্ঢ
১০৪. ণ্ণ = ণ + ণ; যেমন- বিষণ্ণ
১০৫. ণ্ব = ণ + ব; যেমন- স্হাণ্বীশ্বর
১০৬. ণ্ম = ণ + ম; যেমন- চিণ্ময়
১০৭. ণ্য = ণ + য; যেমন- পূণ্য
১০৮. ৎক = ত + ক; যেমন- উৎকট
১০৯. ত্ত = ত + ত; যেমন- উত্তর
১১০. ত্ত্ব = ত + ত + ব; যেমন- সত্ত্ব
১১১. ত্ত্য = ত + ত + য; যেমন- উত্ত্যক্ত
১১২. ত্থ = ত + থ; যেমন- অশ্বত্থ
১১৩. ত্ন = ত + ন; যেমন- যত্ন
১১৪. ত্ব = ত + ব; যেমন- রাজত্ব
১১৫. ত্ম = ত + ম; যেমন- আত্মা
১১৬. ত্ম্য = ত + ম + য; যেমন- দৌরাত্ম্য
১১৭. ত্য = ত + য; যেমন- সত্য
১১৮. ত্র = ত + র যেমন- ত্রিশ, ত্রাণ
১১৯. ত্র্য = ত + র + য; যেমন- বৈচিত্র্য
১২০. ৎল = ত + ল; যেমন- কাৎলা
১২১. ৎস = ত + স; যেমন- বৎসর, উৎসব
১২২. থ্ব = থ + ব; যেমন- পৃথ্বী
১২৩. থ্য = থ + য; যেমন- পথ্য
১২৪. থ্র = থ + র; যেমন- থ্রি (three) (মন্তব্য:
এই
যুক্তাক্ষরটি মূলত ইংরেজি/
বিদেশী কৃতঋণ শব্দে ব্যবহৃত)
১২৫. দ্গ = দ + গ; যেমন- উদ্গম
১২৬. দ্ঘ = দ + ঘ; যেমন- উদ্ঘাটন
১২৭. দ্দ = দ + দ; যেমন- উদ্দেশ্য
১২৮. দ্দ্ব = দ + দ + ব ।।

XILISOFT VIDEO CONVERTER ULTIMATE 7.8.18 SERIAL KEY IS HERE ! [LATEST]

No comments :

Xilisoft Video Converter Ultimate




Xilisoft Video Converter is more feature-rich than the Xilisoft Video Converter Platinum version, as it includes tools to edit your video in various ways: you can crop the video, add watermarks to it and apply several video effects.Xilisoft Video Converter Ultimate also features a built-in video player you can use to preview the video you're about to convert. If the video player doesn’t show any image, it probably means you need the appropriate video codec. It can convert videos of all popular formats including AVI, MPEG, WMV, DivX, MP4, H.264/AVC, AVCHD, MKV, RM, MOV, XviD, 3GP, and audio formats such as MP3, WMA, WAV, RA, M4A, AAC, AC3, OGG. Now with Xilisoft Video Converter Ultimate, you can convert video, audio, and animated images to play them on your PSP, PS3, iPod, iPhone, Apple TV, Xbox, Google phones, iPad and other digital multimedia devices. You can also simply customize your own video by editing videos, clip/merge/split, watermarks/subtitles/soundtracks. Now it's easy to use Xilisoft Video Converter Ultimate to convert 3D video, 2D to 3D, 3D to 3D and 3D to 2D. Xilisoft also provide the solution to rotate video shot by any type of camcorders and your iPhone

 

Features

1: Convert 2D movies into 3D

2: Join Several Files into One

3: Clip Segments from Video

4: Add Subtitles and Soundtrack

5: Transfer Converted File to Device   

6: Convert more than 160 video and audio formats

7: Convert HD videos, up to 1080p and 4K video

8: 5X Speed Promotion with GPU acceleration

9: Convert videos/audios on both Mac and PC

10: Convert videos/audios to iPhone/iPad/iPod, and Galaxy devices

11. Optimized Conversion Profiles So Your Video Look More Clear 

 

N10T2YK

6D98-E273-B9F0-1FD7-4FB1-7AA6-974D-2F1B


How To Activate ?

1: Install The Program 

2. Use given key with Any name To Register

4. That's It Enjoy Xilisoft Video Converter Ultimate


 


Wednesday, November 2, 2016

MCN কি..? Scale lab কি..?

No comments :



MCN কি?
MCN”হল“ইউটিউব অনুমদিত” গুগল অ্যাডসেন্স এর মত একটা প্লাটফম যেখানে ইউটিউব পাবলিশাররা গুগল অ্যাডসেন্স এর চেয়ে বেশি কিছূ সুযোগ সুবিদা ভোগ করে এবং ইউটিউব পাবলিশারদের ইনকাম গুগল অ্যাডসেন্স এর চেয়ে অনেকগুনে বৃদ্ধি পায়।এমনকি “MCN” এর সকল আভন্তরিন ও বাহ্যিক্ক কার্যাবলী “ইউটিউব অনুমদিত”কতগুলো প্রথিষ্টিত সারভিস প্রবাইডারের মাধ্যমে পরিচালিত হয়, যারা প্রতোকটা“MCN”এর সাথে জড়িত থাকে ইউটিউব পাবলিশারদের সার্বিক উন্নয়নে নিয়জিত থাকে।
scale lab
“Scale lab” এর সাথে যুক্ত হলে যেই সকল সুযোগ সুবিদা গুলো পাবেন তা নীচে ঊল্লেখ করা হলো :–
১)“Scale lab” এর সাথে যুক্ত হলে টাকা তোলার জন্য কোন Pin verification এর প্রয়োজন হয় না।
২)“Scale lab”এর সাথে সংযুক্ত হলে“Scale lab”আপনাকে একটা ড্যাশবোর্ড প্রধান করা হবে শেখানে গুগল অ্যাডসেন্স “হোসটেড অ্যাকাউন্ট” এর
মত শকল রিপোর্ট দেকতে ও জানতে পারবেন।
সেজন্য আলাদা করে গুগল অ্যাডসেন্স “হোসটেড অ্যাকাউন্ট” তরী করার দরকার নেই।
৩)”Scale lab”- এ চ্যানেল মনিটাইজ করার জন্য যে কোন দেশের নাম এবং লোকেশন দিতে পারেন।বাংলাদেশ দিলে ও কোন সমস্যা নাই।
৪)“Scale lab”চ্যানেল উনুমদিত পেলে অটোমেটিক মনিটাইজ এর জন্য পার্টনারশিপ করে নিবে।
৫)গুগল অ্যাডসেন্স থাকা অবস্তায় কেও চ্যানেল “Scale lab”- এ সংযুক্ত করতে চাইলে সেটা শম্বব হবে। আর জেদিন থেকে “Scale lab”উক্ত চ্যানেল উনুমদিত করে দিবে সেদিন থেকে গুগল অ্যাডসেন্স “হোসটেড অ্যাকাউন্ট” এর সাথে কোন প্রকার সম্পর্ক থাকবেনা।সেদিন থেকে সকল আরনিং রিপোর্ট এবং আনালাইসিস রিপোর্ট “Scale lab” ড্যাশবোর্ড এ প্রদর্শিত হবে।
৬)“Scale lab”- এর চ্যানেল অনুমদন এর নিয়ম মতাবেক চ্যানেনলর মেয়াদ,ভিউ ও সাবস্ক্রাইবার সংখা সঠিক নতুন চ্যানেল ও সংযুক্ত করতে পারবেন।সেজন্য গুগল অ্যাডসেন্স “হোসটেড অ্যাকাউন্ট” এর সাথে পার্টনারশিপ থাকতে হবে এমন কোন নিয়ম নাই।
৭)আপনারা জানেন যে,কোন কারনে আপনার ইউটিউব চ্যানেলটি যদি কখনো সাসপেন্ড হয় তাহলে গুগল সেই অর্জিত মুনাফা বেশীরভাগ সময় দেয়না কিন্তু আপনার চ্যানেল যদি “Scale lab” এর থাকা সময় সাসপেন্ড হয় সেই কাঙ্ক্ষিত অর্জন করা মুনাফা “Scale lab” প্রদান করবে. অর্থাৎ চ্যানেল হয়ে গেলেও চ্যানেল সাসপেন্ড হওয়ার পূর্ববর্তী মুহূর্ত পর্যন্ত কষ্টের উপার্জিত ইনকাম “Scale lab“এল ড্যাশবোর্ড এর রিপোর্ট অনুযায়ী আপনার প্রদানকৃত পেমেন্ট অ্যাকাউন্ট এ যথাক্রমে পেয়ে যাবেন।
৮)হ্যাঁ অবশই। “Scale lab”- এর অন্তভুকক্ত শকল চ্যানেল এর সকল ভিডিও তে গুগল অ্যাডসেন্স এর (৪)চার প্রকার অ্যাড ফরম্যাট ছারাও অতিরিক্ত (২) দুই প্রকার মোট (৬) প্রকার অ্যাড ফরম্যাট ভেইয়ারদের কাছে প্রদরশন করা হবে(২) দুই প্রকার অ্যাড ফরম্যাট এর নাম হলঃ
১)”নন –স্কিপ্যাবল ভিডিও অ্যাড “অর্থাৎ আপনার ভিউয়ার যদি আপনার ভিডিও টি দেখতে চায় অব্যশই তাকে নন-স্কিপ্যাবল ভিডিও অ্যাড টি দেখার পরে আপনার ভিডিও টি দেখতে হবে।বিষয়টা হল সেই ভিডিও অ্যাডটি স্কিপ করার কোন অপশন সে পাবে না।
২). “লং নন –স্কিপ্যাবল ভিডিও অ্যাড “অর্থাৎ দীর্ঘ যেমন:১ মিনিট/১০:৩০ সেকেন্ড /২ মিনিট সময়ের অ্যাড ফরম্যাট চ্যানেলের ভিডিও গুলোতে প্রদর্শিত হবে।এমনকি এই অ্যাড ফরম্যাটটিতেও কোন প্রকার স্কিপ করার অপশন ভিউয়ার পাবে না।
৩) Non-skippable video ads
৯) গুগল অ্যাডসেন্স অ্যাড এর পাশাপাশি“Scale lab” এর হাই শি.পি.এম. রেটের অ্যাড দেখানো হবে।
১০)যেহেতু “Scale lab”অ্যাডসেন্স বিজ্ঞাপনের পাশাপাশি হাই সি.পি.এম. রেটের বিজ্ঞাপন দেখানো হবে সেক্ষেত্রে অ্যাডসেন্স ইনকাম এর চেয়ে কম আরনিং হওয়ার সম্বাবনা 100% নাই। বরং “Scale lab” এর হাই সি.পি.এম. বিজ্ঞাপন প্রদর্শনের জন্য ২গুন/৩গুন ইনকাম বেড়ে গেলেও অবাক হওয়ার কিছু নাই।
১১)“Scale lab”- এ অন্তভুক্ত প্রত্যেকটা চ্যানেলের পাবলিসারদের প্রমোশন এর পাশাপাশি “MCN”- টীম আলাদাভাবে চ্যানেল এর ভিউ,সাবস্ক্রাইবার ও কমিউনিটি ইত্যাদি ডেভেলপমেন্ট করে থাকে যার ফলে পাব্লিশেরদের আরনিং অনেকাংশে বেরে যায়।
১২)“Scale lab”-এর সাথে ইউটিউব এর অনুমদিত যে যে
সার্ভিস প্রভাইডার গুলো সার্বক্ষণিক কাজ করে সেগুলো হলঃ-
http://epoxy.tv/
http://www.audiomicro.com/royalty-f...
http://vidcon.com/
https://www.tubebuddy.com/
http://genatomic.com/
https://www.scalelab.com/brands
https://www.spreadshirt.com/
http://www.epidemicsound.com/
Biggest Channel Development Conversation Community
Brands Create Energy through Conversation Study Centre
Video Claims Apps
Study Forum and Blog
১৩)“Scale lab” কেও যদি আপনার ভিডিও চুরি করে তাহলে ভিডিও ক্লেইম সফটওয়্যারের এর মাধ্যমে ইউটিউব সাপোর্ট টিমের কাছে সরাসরি ক্লেইম নোটিশ পাঠাতে পারবেন।যা কিনা “Scale lab” এর ইউটিউব সাটিফাইড সাপোর্ট টিম সাথে সাথে অ্যাকশন নিয়ে সেই চ্যানেল স্ট্রাইক দেয়।
১৪)“Scale lab”পাব্লিশারদের জন্য ৮ টা পেমেন্ট সিস্টেম এর মাধ্যমে টাকা নিতে পারবেন।সবচাইতে ভালো সুবিদা হল আপনি চাইলে টাকা,ডলার,রুপি,দিনার আপনার যেই ভাবে দরকার সেই ভাবে নিতে পারবেন।
১৫)প্রথম চ্যানেলটি অনুমধন পেয়ে গেলে সেই চ্যানেল এর Scale lab”এর ড্যাশবোর্ড থেকে বাকি চ্যানেল গুলো অ্যাড করিয়ে নিতে পারবেন।
১৬)“Scale lab” Ip Address জনিত কোন প্রবলেম নেই।যত খুশি তত অ্যাকাউন্ট খুলতে পারবেন।যেই কোন পিসি বা মোবাইল দিয়া Login করতে পারবেন।
১৭)ডলার উত্তোলন করার সর্বনিম্ন কোন পরিমাণ নেই।আপনি যদি ১ ডলার ইনকাম করেন মাস শেষে ১ ডলার-ই ১ ডলার উত্তোলন করতে পারবেন।
১৮)”Scale lab“এর পাব্লিশাররা ১৫০,০০০+ ফ্রি ষ্টক ট্রাকস ও ৩০০,০০০+ সাউন্ড ইফেক্ট’স ব্যবহার করতে পারবেন।
১৯)অরিজিনিয়াল ভিডিও এর কপির কন্টেন্ট আইডি ইউটিউব থেকে নিয়ে অতিরিক্ত মুনাফা অর্জনের জন্য মনিটাইযেশন করার বাবস্থা করে থাকে।
২০)এই খানে গুগল অ্যাডসেন্স এর মতো “Payee Name” এর কোন জামেলা নেই।যেকোনো সময় যে কোন অ্যাকাউন্ট দিয়ে টাকা তুলতে পারবেন। এই সুবিদা গুলো পাবেন তাছাড়াও আরও অনেক সুবিদা পাবেণ।সেই সুবিদা গুলো “Scale lab” এ অ্যাড হলে বুজতে পারবেন।
*এখন আমারা জানব “Scale lab” এ Approve পেতে হলে কি কি থাকা প্রয়োজন:
১)আপনের চ্যানেল এ লাস্ট ৩০ দিন এ ১০০০ ভিউ এবং ১০ টা সাবস্ক্রাইবার অর্জন করতে হবে।
২)আপনের চ্যানেল এ কোন প্রকার “Copyright Strick” থাকলে Approve হবে না।
৩)ইউটিউব চ্যানেল এর লোগো এবং চ্যানেল আর্ট থাকতে হবে।
৪)ভিডিও ফুল উইনিক থাকতে হবে।দেখা যায় আপনি একটি ভিডিও একটু কেটে এডিট করে ইউটিউব আপলোড করলেন অ্যাডসেন্স ধরতে পারলো না কিন্তু “Scale lab” তা দরে ফেলবে।তাই খুবি সতর্ক থাকবেন।
৫)ইউটিউব চ্যানেল লেআউট Customaiz করতে হবে।
৬)সাবস্ক্রাইবার এবং লাইক Button Hide করে রাখলে হবে না।
৭)চ্যানেল টি নাম্বার ভেরফাই করতে হবে।
এই সকল নিয়মাবলি মেনে অ্যাপ্লাই করলে আশা করি Approve পাবেন।
*এবার আশি payment System নিয়েঃ
ক)“Scale lab”পাব্লিশারদের জন্য ৮ টা পেমেন্ট সিস্টেম এর মাধ্যমে টাকা নিতে পারবেন।সবচাইতে ভালো সুবিদা হল আপনি চাইলে টাকা,ডলার,রুপি,দিনার আপনার যেই ভাবে দরকার সেই ভাবে নিতে পারবেন।
খ)৮ টা পেমেন্ট সিস্টেমঃ....
*International Wire Transfer-(শুধু নন অ্যামেরিকার জন্য) (উত্তোলোন সর্বনিম্ন ১০০ ডলার)
*WebMoney-(উত্তোলোন সর্বনিম্ন ১ ডলার)
*Yandex.Money-(উত্তোলোন সর্বনিম্ন ১ ডলার)
*QIWI Wallet- (উত্তোলোন সর্বনিম্ন ১ ডলার)
*বর্তমানে payonner অ্যাড করা হইসে।-(উত্তোলোন সর্বনিম্ন ১ ডলার)5
*Check-(উত্তোলোন সর্বনিম্ন ১০০ ডলার)
*Direct Deposit-(শুধু অ্যামেরিকার জন্য)(উত্তোলোন সর্বনিম্ন ১০০ ডলার)
*Paypal-(উত্তোলোন সর্বনিম্ন ১ ডলার)
Scale lab payment system:
আমরা জানি যে ইউটিউব প্রতি মাশের ১০ তারিখ কারেন্ট বালেন্সে চূড়ান্ত করে।ইউটিউব চুক্তি অনুযায়ী “Scale lab” এর পুব্লিশারদের ইনকাম চূড়ান্ত করে উক্ত মাসের ১৫ তারিখ এ।
“Scale lab” পরবর্তী মাশের ১-৫ তারিখ ড্যাশবোর্ড এর রিপোর্ট অনুযায়ী পুব্লিশারদের পেমেন্ট দিয়ে থাকে। যদি ও একটু দেরি তে দায় তা ও ভাল কারন অ্যাডসেন্স এর মত এত বেশি সময় দরে Pending এ রাখে না।
*এই হল “Scale lab” পেমেন্ট সিস্টেম।
এইবার আমরা শিখবো কিভাবে “Scale lab” Aplly করতে হয়ঃ
১)প্রথমে এই http://www.scalelab.com/ ওয়েবে যাওয়ার পরে “Join Now“বাটনে ক্লিক করতে হবে।
২)“Apply Now With YouTube” ক্লিক করে আপনের চ্যানেলের ইমেইল টি দিয়ে login করতে হবে যে চ্যানেল টি “Scale lab”এ join করাতে চান সেটি সিলেক্ট করতে হবে।
৩)“First Name”ও“Last Name”এ আপনের নিজের নাম লিখতে হবে।
৪)তারপর ট্রামস অ্যান্ড কন্ডিশনের “I agree”সাথে চেক-মার্ক/টিক চিহ্ন দিয়ে “APPLY NOW”এ ক্লিক করতে হবে।
৫)“APPLY NOW”এ ক্লিক করার পরেই আপনের চ্যানেল এর ইমেইলটি তে একটি মেইল আসবে।এই মেইল টি আসলে বুজবেন আপনের চ্যানেল APPLY হয়েসে।
৬)৪৮ ঘণ্টার মধ্যে“Scale lab”চ্যানেল অনুমোধন দিলে আপনাকে আরেকটি মেইল দিবে এবং Approve না পেলে ও তা জানিয়ে দিবে।যারা Approve পাবেন তাদের আরেকটি মেইল এ বলে দিবে কিবাবে জয়েন করতে হয়।তারা image আঁকরে দিয়ে দিবে দেখলেই বুযতে পারবেন।
৭)ইমেইল আসা ধারাবাহিক নির্দেশনা অনুযায়ী ইউটিউব ড্যাশবোর্ড থেকে কনফার্ম করার পড় “Scale lab” অটোমেটিকভাবে ৪৮ ঘণ্টার মধ্যেই তৃতীয়ভারের মত একটি ইমেইল পাঠাবে।উক্ত ইমেইলটির “LOG INTO YOUR DASHBOARD” অপশনটিতে ক্লিক করার পর নিজের ইচ্ছা অনুযায়ী Password দিবেন।(মুলত Password টি হল “Scale lab” এর ড্যাশবোর্ড লগইন করার Password)।
৮)Password দিয়ে “Scale lab”ওয়েবসাইটের লগিইন এ ক্লিক করে চ্যানেল এর ইমেইল দিয়ে ড্যাশবোর্ড এ প্রবেশ করতে পারবেন।এর পর থেকে এই ইমেইল অ্যান্ড Password দিয়ে “Scale lab”প্রবেশ করতে পারবেন।
৯)ড্যাশবোর্ড পাওয়ার সাথে সাথে চ্যানেল এর শকল রিপোর্ট দেখতে পারবেন কিন্তু ৭২ ঘণ্টা পর পর চ্যানেল এর আরনিং রিপোর্টগুলো প্রদর্শিত হবে।
১০)এখন আরকি কায শেষ এইবার ৮ টা Peyment অপশন থেকে যেটা ভাল লাগে অ্যাড করিয়ে নিন।
সর্বশেষে গুরুত্বপূর্ণ কায হলঃ
মনে রাখবেন,উপরোক্ত সকল কাজগুলো সম্পন্ন হওয়ার পরে অবশ্যই ইউটিউব চ্যানেল এর ভিতর থেকে প্রতিটি ভিভিও
আবার নতুন করে মনিটাইজ করতে হবে।ভিভিও এর Edit এ যাওয়ার পরে মনিটাইজ অপশন এ ক্লিক করে “Usage Policy” অংশের “Monitize in all country” সিলেক্ট করে “Non-skippable video ads” and “Long non-skippable video ads”ফরম্যাটে গুলো চেক-মার্ক করে“Save Changes”বাটনে ক্লিক করতে হবে।এই পক্রিয়াটি শেষ করে ইউটিউব ড্যাশবোর্ড আরনিং প্রদর্শিত হবে।
*এখন কথা হল এত সুযোগ সুবিদা দিয়ে “Scale lab” এর লাভ কি?
উত্তরঃ তারা ইউটিউব পাব্লিশারদের উচ্চ মাত্রার অর্জিত মুনাফা থেকে দৃঢ়তার সাথে শতকরা ৬৫/৩৫ ভাগ বিনিময় করে থাকে অর্থাৎ আপনি পাবেন টোটাল ইনকাম ৬৫ ভাগ।কিন্তু ভয় পাবার কিছুই নাই ওদের ৩৫ ভাগ কেটে নেয়ার পর ও যা থাকে তা গুগল অ্যাডসেন্স এর থেকে ২গুন/৩গুন বেশি হবে।তাদের আড়েক টি বিশেষ লাভ হোল আপনের ভিডিও কন্টেন্ট দিয়ে “Scale lab” Affiliate করতেসে এবং ভিবিন্ন company গুলোর সাথে চুক্তি করে তাদের Marketing করসে।


বিঃদ্রঃ লেখা গুলো সংগ্রহীত । মূলত যারা জানেন না তাদের জন্যই সংগ্রহ করে পোস্ট করা । ভুল ত্রুটি হলে হ্মমার দৃষ্টিতে দেখবেন ।

যারা মোবাইল দিয়ে কাজ করেন তাদের জন্য Video Editing Software

No comments :


গ্রুপে অনেক মেম্বার আছে যারা মোবাইল দিয়ে খুব কষ্টে কাজ করে । তাদের জন্য মোবাইল দিয়ে যেন ভালভাবে Intro , Outro & Video Edit করতে পারে তাদের জন্য সফটওয়্যার গুলোর লিঙ্ক দিলাম । যদি ও আমি মোবাইল দিয়ে কাজ করি না তারপরেও দিলাম আপনারা যেন ভালভাবে কাজ করতে পারেন ।

Download Link: https://drive.google.com/open?id=0B6uUOVVHeCxsMWp0d3ZKMHlmb2M

Phonto APK 1.7.7

Download Link: https://drive.google.com/open?id=0B6uUOVVHeCxscVNPRE5VWGdxWDA

Download Link: https://drive.google.com/open?id=0B6uUOVVHeCxsNV94bDhiX2pldVE

KineMaster – Pro Video Editor APK

Download Link: https://drive.google.com/open?id=0B6uUOVVHeCxscTlkRHNTZ0pGZ2M

মোবাইল দিয়ে Animation Video তৈরি করতে পারবেন সফটওয়্যার এর নাম বলে দিলামগুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিবেন ১।VideoScribe Anywhere ২। Tawe

ভুল ত্রটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন ।
বিঃদঃ লিঙ্ক কাজ না করলে কমেন্ট করবেন লিঙ্ক আপডেট করে দিব । অনুমতি ছাড়া ফাইল টা কেও এডিট করবেন না

চলুন জেনে নেই ফ্রিল্যান্সিং কাজ করার আলেক্সা মতেজনপ্রিয় ৫১ টি মার্কেটপ্লেস

No comments :

.

.
আলেক্সা মতে ওয়েবে সবচেয়ে জনপ্রিয় ৫১টি ফ্রিল্যান্স মার্কেটপ্লেসের ঠিকানাগুলো নিয়ে এবারের পোষ্ট।
.................................................................................................
আমরা ফ্রিল্যান্স মার্কেট বলতে শুধু Upwork, Frelancer, People Per hour, 99 design etc-এর কথাগুলোই সচরাচর জানি। কিন্তু কাজ করার মতো আরও অনেক সাইট আছে, যার কথা আমরা জানিনা। তাই আজকে এই পোষ্ট-এর মাধ্যমে জানতে পারবেন ফ্রিল্যান্স সাইটের ঠিকানাসহ কোন সাইটে কি কাজ করে তার সংক্ষিপ্ত বর্ণনা জানতে পারবেন। সাথে সাথে পরিচিত হবেন নতুন নতুন সাইটের সাথে।
.....................................................
.
1) upwork.com – General
.
2) Freelancer.com – General
.
3) peopleperhour.com – Programming, Design, Administrative Tasks, Accounting, PR
.
4) hourly.com – general
.
5) 99designs.com – Design
.
6) mediabistro.com – Writing/Editing, Production, Graphic Design, Publishing. NOT FREE FOR FREELANCERS: membership fees.
.
7) Guru.com – General
.
8) proz.com – Translation, Interpreting
.
9) designcrowd.com – Design
.
10) freelanceswitch.com – General
.
11) Suite101.com – Writing
.
12) TaskRabbit.com – House Cleaning, IKEA Assembly, Donation Pickup, Event help, Office help, Pet Sitting
.
13) Donanza.com – General
.
14) getacoder.com – Web design, Writing, Programming, Legal
.
15) clickworker.com – Online Marketing, e-commerce, media, information and directory services, SEO content, translation, web research, data categorization and tagging
.
16) freelance.com – general
.
17) trabajofreelance.com – Spanish, general. NOT FREE FOR EMPLOYERS: contact fees.
.
18) legitonlinejobs.com – general
.
19) freelancewriting.com – writing
.
20) freelance-info.fr – French, consulting. NOT FREE FOR EMPLOYERS: access fees.
.
21) freelancewritinggigs.com – writing
.
22) taskcity.com – programming
.
23) ifreelance.com – proofreading,arts, data entry, graphic designing, photography, bookkeeping. NOT FREE FOR FREELANCERS: membership fees.
.
24) xplace.com – designing, programming, writing/editing, translating, marketing, photographing. NOT FREE FOR FREELANCERS: bidding fees.
.
25) joomlancers.com – everything related to the Joomla CMS
.
26) freelancesuccess.com -writing
.
27) scribendi.com – editing and proofreading
.
28) project4hire.com – programming, translation, consulting, graphic design
.
29) freelancers.net – general
.
30) Hoofdkraan.nl – Dutch, general
.
31) genuinejobs.com – telecommuting
.
32) freelance-informatique.fr – French, general. NOT FREE FOR EMPLOYERS: intermediary fees.
.
33) freelanceindia.com – general
.
34) governmentbids.com – general
.
35) freelancedesigners.com – web and graphic design, programming, photography, writing, fashion design, industrial design, video production, advertising, logo design
.
36) auctionsforbusiness.com – training, virtual assistants, product reviews, documenting, legal, imports/exports handling, financial and business, information technology, translation and proofreading, data entry
.
37) freelancer-job.com – programming
.
38) bizreef.com – writing, programming, graphic designing, marketing, translating, photographing.NOT FREE FOR FREELANCERS: contact fees.
.
39) greatlance.com – general
.
40) wordpressfreelance.com – wordpress projects
.
41) writerlance.com – writing
.
42) whichlance.com – general
.
43) freelancejobsearch.com – web & graphic design, photography
.
44) directfreelance.com – writing, graphic design, programming
.
45) outsourcexp.com – SEO, engineering, administrative tasks, marketing, writing, databases, graphic and web design, programming
.
46) freelanceauction.com – programming, design
.
47) freelancefree.com – general
.
48) bountyit.com – business, technology, creativity
.
49) programmingbids.com – programming, databases, graphic design. NOT FREE FOR FREELANCERS:membership fees.
.
50) maglance.com – programming
.
51) freelanceprojectupdates.com – general
.
...............................
Special mention
...............................
52) Craigslist.org – general Although not technically a freelance marketplace, many people do use Craigslist to post and bid on free job listings, both freelance and salaried jobs.
(সংগৃহীত )
.

Tuesday, November 1, 2016

কিভাবে ক্লাউডে ফাইল সেভ করবেন ব্রাউজার থেকে?

No comments :
সেভ ফাইল যেকোনো সময় যেকোনো জায়গায় এক্সেস করতে পারার জন্য হয় আপনাকে ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ সবসময় সাথে রাখতে হবে অথবা ক্লাউড স্টোরেজ ব্যবহার করতে হবে।
তবে প্রথমে ইন্টারনেট থেকে ফাইল ডাউনলোড করে আবার তা ক্লাউড স্টোরেজে আপলোড করাটা যথেষ্ট ঝামেলার। আর এই ঝামেলা থেকে মুক্তি দিবে ‘বেলুন’। ‘বেলুন’ হল খুবই দরকারি একটি গুগল ক্রোম এক্সটেনশন। এই এক্সটেনশন দিয়েই প্রায় সবগুলো জনপ্রিয় ক্লাউড স্টোরেজ (ড্রপবক্স, গুগল ড্রাইভ, ওয়ানড্রাইভ) সেবায় সরাসরি ফাইল সেভ করে রাখা যাবে। এই এক্সটেনশন ব্যবহারের পদ্ধতিটি নিচে দেয়া হল-
১। প্রথমেই ক্রোম ওয়েব স্টোর থেকে ‘বেলুন’ এক্সটেনশনটি ইন্সটল করে নিতে হবে এবং এই সেবাটিতে সাইন ইন করার জন্য নিজের গুগল অ্যাকাউন্টটি ব্যবহার করতে হবে।
২। এবার ফাইল সেভের জন্য ক্লাউড স্টোরেজ সার্ভিসের সাথে বেলুন এক্সটেনশনটি যুক্ত করে নিতে হবে। আর এটি করা যাবে বেলুন অ্যাকাউন্ট হোমপেজ থেকে ক্লাউড সেটিংস অপশনে গিয়ে।
৩। এবার যেকোনো অনলাইন ফাইল (ইমেজ, পিডিএফ ডকুমেন্ট) এ বেলুনে ফাইলের উপরে ডান পাশে ক্লাউড স্টোরেজের আইকন দেখা যাবে। এবার এখানে শুধু আইকনের উপরে ক্লিক করলেই বেলুন ফাইলটি স্বয়ংক্রিয় ভাবে সেভ করে দিবে।

Saturday, October 29, 2016

বিভিন্ন পরীক্ষার প্রশ্নে আসা “কম্পিউটার এবং তথ্য প্রযুক্তি” অংশের জন্য যে বইগুলো অবশ্যই পড়া উচিত ।

No comments :





সময় এর সাথে সাথে চাকরির বাজারে প্রতিযোগিতা বাড়ছে । প্রতি বছর চাকরির বিভিন্ন পরীক্ষায় বিশেষ করে বিসিএস, ব্যাংকসহ অন্যান্য অনেক নন ক্যাডার জব এ রিটেন পরীক্ষায় এখন বেশ কম্পিটিশন । তাই ভালো প্রস্তুতি এবং সঠিক পরিকল্পনা ছাড়া এই সকল পরীক্ষায় ভালো করা আসলেই অনেক কঠিন । বিগত কয়েক বছর এর প্রশ্ন দেখলেই বুঝতে পারবেন যে বিভিন্ন পরীক্ষায় "কম্পিউটার এবং তথ্য প্রযুক্তি" অংশনটি বেশ গুরুত্ব বহন করছে । কারণ প্রায় সব পরীক্ষায় ৫-১০ মার্কস এর মত প্রশ্ন থাকে এই কম্পিউটার এবং তথ্য প্রযুক্তি অংশ থেকে । তাই যে কোন পরীক্ষার জন্য এই পার্টটি বেশ গুরুত্বপূর্ণ । কম্পিউটার এবং তথ্য প্রযুক্তি অংশে ভালো করার জন্য আজকে কিছু বই শেয়ার করবো সবার সাথে । বইগুলো ভালভাবে পড়লে আপনি অবশ্যই যে কোন পরীক্ষায় সেটি হোক ব্যাংক, বিসিএস বা অন্য যে কোন পরীক্ষায় ভালো করবেন "কম্পিউটার এবং তথ্য প্রযুক্তির" প্রশ্নগুলোতে ।

১। Easy কমপিউটার এন্ড তথ্য প্রযুক্তি


এই বইটি বেশ ভালো । অনেকেই যারা বিভিন্ন ব্যাংক এবং বিসিএস পরীক্ষাতে ভালো করেছেন তারা এই বইটির কথা বলে থাকেন । ৩৩৯ পেজের এই বইটিতে কমপিউটার এন্ড তথ্য প্রযুক্তির বিভিন্ন ইতিহাস থেকে শুরু করে প্রত্যেকটি বিষয় খুব নিখুঁত এবং সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে । Easy Publication এর এই বইটি সবার পড়া উচিত বলে আমি মনে করি বিভিন্ন এক্সাম এর জন্য ।
বইটি ডাউনলোড করার লিঙ্ক : https://userscloud.com/sp0xpoppal11


২। টেকনিক কমপিউটার ও তথ্য প্রযুক্তি

টেকনিক এর কমপিউটার ও তথ্য প্রযুক্তি অনেকটা আগের বই এর মতই । এটিও বেশ ভালো এবং তথ্য বহুল বই । যারা আগের বইটি পড়া শেষ করবেন তারা এর পরে এই বইটিও পড়তে পারেন । নীলক্ষেত হার্ড কপি পাবেন । দাম নিবে সম্ভবত ১০০ টাকা ।
টেকনিক এর কমপিউটার ও তথ্য প্রযুক্তি বইটির ডাউনলোড লিঙ্ক : https://userscloud.com/phedrqb8b90e

৩। ক্লাস ১১-১২ (Intermediate) এর কমপিউটার ও তথ্য প্রযুক্তির বই

অনেকে বলেন বেসিক থাকে স্টার্ট করা ভালো । যারা আগের বিভিন্ন ক্লাসের বই দিয়ে প্রিপারেশন শুরু করে চান তাদের জন্য ক্লাস ১১-১২ (Intermediate) এর কমপিউটার ও তথ্য প্রযুক্তির বইটি ভালো হবে । তবে এই বইটি তে সব থিউরিটিক্যাল বিষয় । তাই আপনার নিজেকে নোটস করে পড়া ভালো । তবে পুরো বইটি পড়লে অবশ্যই বেসিক ক্লিয়ার হবে অনেক । বইটি মুলত ক্যামব্রিয়ান পাবলিকেশন এর বই
ক্লাস ১১-১২ (Intermediate) এর কমপিউটার ও তথ্য প্রযুক্তির বই এর ডাউনলোড লিঙ্ক : https://userscloud.com/dr10eblc7amm

এর পাশাপাশি ওরাকেল, প্রফেসরস এর যে কোন একটির কমপিউটার ও তথ্য প্রযুক্তির বই পড়তে পারেন । তবে সব এক্সসাথে পড়বেন না । আসতে আসতে একটি একটি করে সব বই শেষ করুন । এর পাশাপাশি অন্যান্য জুনিওর ক্লাস এর বইগুলোও দেখতে পারেন বেসিক ক্লিয়ার করার জন্য ।

লেখক
B.Sc in EEE, Stamford University Bangladesh

Friday, October 28, 2016

general knowledge part 2 | I.C.T তথ্য ও যোগাযোগ প্রযুক্তি হতে ৪০টি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উওর দেওয়া হল যা আপনার আজীবন কাজে লাগবে..

No comments :


I.C.T তথ্য ও যোগাযোগ প্রযুক্তি হতে ৪০টি
গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উওর দেওয়া হল যা আপনার
আজীবন কাজে লাগবে..
.
প্রশ্ন ও উত্তরঃ
১। প্রশ্নঃ বিশ্বে ইন্টারনের চালু হয় কখন ?
উত্তরঃ ১৯৬৯ সালে।
২। প্রশ্নঃ বাংলাদেশে ইন্টারনের চালু হয় কখন ?
উত্তরঃ ১৯৯৬ সালে।
৩। প্রশ্নঃ ইন্টারনেটের জনক কে ?
উত্তরঃ ভিনটন জি কার্ফ ।
৪। প্রশ্নঃ WWW এর অর্থ কি ?
উত্তরঃ World Wide Web.
৫। প্রশ্নঃ WWW এর জনক কে ?
উত্তরঃ টিম বার্নাস লি ।
.
৬। প্রশ্নঃ ই-মেইল এর জনক কে ?
উত্তরঃ রে টমলি সন।
৭। প্রশ্নঃ ইন্টারনেট সার্চইঞ্জিনের জনক কে?
উত্তরঃ এলান এমটাজ ।
৮। প্রশ্নঃ Internet Corporation For Assiged Names
And Number – ICANN এর প্রতিষ্টা কবে?
উত্তরঃ ১৮ সেপ্টেম্বর ১৯৮৮ সালে ( সদর দপ্তর
ক্যালিফোর্নিয় )
৯। প্রশ্নঃ ইন্টারনেট জগতের প্রথম
ডোমেইনের নাম কি ?
উত্তরঃ ডট কম ।
১০। প্রশ্নঃ কম্পিউটার নির্মাতা প্রতিষ্টান সিম্বোলিকস
ইন্টারনেট জগতের প্রথম ডোমেইন ডট কম
রেজিস্ট্রেশন করে কবে ?
উত্তরঃ ১৫ মার্চ ১৯৮৫ সালে ।
.
১১। প্রশ্নঃ ইন্টারনেট ব্যাবহারকারী শীর্ষদেশ
কোনটি ?
উত্তরঃ প্রথম-চীন, দ্বিতীয় যুক্তরাষ্ট্র
১২। প্রশ্নঃ বহু জনপ্রিয় ওয়েব ব্রাউজার ( Web
Browser ) কি কি?
উত্তরঃ Opera, Mozilla, Internet Explorer, Rock
Melt, Google Chromr.
১৩। প্রশ্নঃ বিখ্যাত সার্চ ইঞ্জিন Google এর প্রতিষ্টাতা
কে ?
উত্তরঃ সার্জে এম বেরিন ওলেরি পেজ।
১৪। প্রশ্নঃ জনপ্রিয় সামাজিক নেটওর্য়াকিং সাইট কি
কি?
উত্তরঃ Twitter, Facebook, Diaspora, MySpace,
Orkut.
১৫। প্রশ্নঃ জনপ্রিয় সামাজিক নেটওর্য়াকিং সাইট
টুইটারের কবে প্রতিষ্টিত হয় ?
উত্তরঃ ২০০৬ সালে।
.
১৬। প্রশ্নঃ টুইটারের প্রতিষ্টাতা কে?
উত্তরঃ জ্যাক উর্সে , ইভান উইলিয়াম, বিজ স্টোর্ন ।
১৭। প্রশ্নঃ ফেসবুকের প্রতিষ্টাতা কে ?
উত্তরঃ মার্ক জুকারবার্গ, ক্রিস হেগস, ডাসটিন
মোক্রোভিজ, এডুয়ার্জে সাভেরিনা
১৮। প্রশ্নঃ জনপ্রিয় সামাজিক নেটওর্য়াকিং সাইট
ফেসবুকের কবে প্রতিষ্টিত হয় ?
উত্তরঃ ২০০৪ সালে ।
১৯। প্রশ্নঃ ইন্টারনেটের মাধ্যমে প্রদত্ত চিকিৎসা
পদ্ধিতিকে কি বলে ?
উত্তরঃ টেলি মেডিসিন ।
২০। প্রশ্নঃ উইকিপিডিয়া কি ?
উত্তরঃ অনলাইনভিত্তিক ফ্রি বিশ্বকোষ ।
.
২১। প্রশ্নঃ উইকিপিডিয়া কে প্রতিষ্টা করেন ?
উত্তরঃ জিমি ওয়েলস (যুক্তরাষ্ট)
২২। প্রশ্নঃ উইকিপিডিয়া কবে প্রতিষ্টা করেন?
উত্তরঃ ২০০১ সালে ।
২৩। প্রশ্নঃ উইকিপিডিয়া ফাউন্ডেশন কি ?
উত্তরঃ অনলাইনভিত্তিক বিশ্বকোশ উইকিপিডিয়ার মালিক
প্রতিষ্টান ?
২৪। প্রশ্নঃ উইকিলিকস (Wikileaks) কি?
উত্তরঃ সুইডেন ভিত্তিক আন্তর্জিক সংস্থা ।
২৫। প্রশ্নঃ উইকিলিকস (Wikileaks) এর কাজ কি?
উত্তরঃ এর কাজ বিশ্বের বিভিন্ন ক্ষেত্রের গুরুত্ব
পূর্ন এমন একটি গোপন সংবাদ সংগ্রহ করে প্রকাশ
করা ।
.
২৬। প্রশ্নঃ উইকিলিকস (Wikileaks) কে প্রতিষ্টা
করেন ?
উত্তরঃ জুলিয়ান আসেঞ্জ ( অস্ট্রেলিয়া )
২৭। প্রশ্নঃ বিশ্বে প্রথম ইন্টারনেট নেটওয়ার্কিংয়ে
র নাম কি ?
উত্তরঃ ARPANET ( Advanced Research Projects
Agency Network)
২৮। প্রশ্নঃ ফ্লিকার কি ?
উত্তরঃ ছবি শেয়ারিং সাইট Flickr.
২৯। প্রশ্নঃ ইউটউব কি ?
উত্তরঃ ভিডিও শেয়ারিং সাইট YouTube.
৩০। প্রশ্নঃ YouTube এর প্রতিষ্টাতা কে ?
উত্তরঃ স্টিভ চ্যান জাভেদ করিম ।
.
৩১। প্রশ্নঃ স্প্যাম কি ?
উত্তরঃ অনাকাঙ্কিত ই-মেইল।
৩২। প্রশ্নঃ কম্পিউটার মাউসের জনক কে ?
উত্তরঃ ডগলাস এঙ্গেলবার্ট।
৩৩। প্রশ্নঃ আধুনিক কম্পিউটারের জনক কে?
উত্তরঃ চালর্স ব্যাবেজ
৩৪। প্রশ্নঃ FACEBOOK -এর সদর দপ্তর কোথায়?
উঃ California
৩৫। প্রঃ Google কবে প্রতিষ্ঠা করা হয়?
উঃ ১৯৯৮ খ্রিঃ
.
৩৬। প্রঃ 3g সেবা সর্বপ্রথম কখন চালু হয়?
উঃ ২০০১ খ্রিঃ
৩৭। প্রঃ 4g এর প্রকৃত bandwidth কত?
উঃ 10MBps
৩৮। প্রঃ ABC কি?
উঃ একটি কম্পিউটার
৩৯। প্রঃ HTML মানে কি?
উঃ Hype Text Markup Language
৪০। প্রঃ PC-তে সর্বপ্রথম operating
system,ব্যবহার করা হয় কবে?
উঃ ১৯৭১ খ্রিঃ
৪১। প্রঃ Printer কি ধরনের device?
উঃ Output
৪২। প্রঃ ROM এর পূর্ণ রূপ কি?
উঃ Read Only Memory
.
★ ভালো লাগলে শুধু একটা # Thanks জানাবেন..
..
.
..
.....


rony

MOJER GONIT PART 3 | মাত্র ৬/৭ সেকেন্ডে শতকরা অংক করে ফেলুন।

No comments :


মাত্র ৬/৭ সেকেন্ডে শতকরা অংক করে ফেলুন। .

-
প্রয়োজনীয় মূর্হুতে খুঁজে পেতে পোষ্টটি আপনার
ওয়ালে শেয়ার করে রাখুন।
-
কিভাবে Percent বের করবেন তার জন্য নিচের
.
টেকনিকটি দেখুন
1. 30% of 50= 15 (3*5=15)
Technique::::::কিভাবে মাত্র কয়েক
সেকেন্ডে এর উত্তর বের করবেন?
প্রশ্নে উল্লেখিত সংখ্যা দুটি হল 30
এবং 50।
এখানে উভয় সংখ্যার এককের ঘরের
অংক ‘শুন্য’ আছে। যদি উভয় সংখ্যার
এককের ঘরের অংক ‘শুন্য’ হয় তাহলে
উভয়
সংখ্যা থেকে তাদেরকে (শুন্য) বাদ
দিয়ে বাকি যে সংখ্যা পাওয়া যায়
তাদেরকে গুণ করলেই উত্তর বের হয়ে
যাবে
অর্থাৎ এখানে 3 এবং 5 কে গুণ করলেই
উত্তর বের হয়ে যাবে।
আরও কিছু দেখুন -
2. 40% of 60= 24 (4*6=24)
3. 20% of 190= 38 (2*19=38)
4. 80% of 40= 32 (8*4=32)
5. ৫০ এর ১০% কত? =৫ (৫*১=৫)
১. 20% of 18= 3 (2 * 1.8 = 3.6)
এখানে দুটি সংখ্যার মধ্যে একটির
এককের ঘরের সংখ্যা ‘শুন্য’। তাহলে
এখন
কি করব? ঐ ‘শুন্য’ টাকে বাদ দেব আর
যে
সংখ্যায় ‘শুন্য’ নেই সেই সংখ্যার
এককের
ঘরের আগে একটা ‘দশমিক’ বসিয়ে
দেব।
বাকী কাজটা আগের মতই।
আরও কিছু দেখুন -
২. 25% of 44=11 (2.5*4.4=11)
৩. 245% of 245=600.25 (24.5*24.5=600.
25)
৪. ১২৫ এর ২০% কত? = ২৫ (১২.৫*২=২৫)
৫. ১১৫২৫ এর ২৩% কত? = ২৬৫০.৭৫
(১১৫২.৫*২.৩=২৬৫০.৭৫

Wednesday, October 26, 2016

মেসেজে ব্যবহার করুন বাংলা স্টিকার

No comments :

স্টিকার বা ইমোজি ব্যবহার করতে কে না ভালোবাসে! তবে আপনি যদি ইংরেজিতে "Happy Birthday", "Beautiful" আর "Good Job" স্টিকার ব্যবহার করতে না চান, তবে আপনার জন্যই আছে বাংলা স্টিকার অ্যাপটি।
অ্যাপটিতে রয়েছে মজার মজার বাংলা স্টিকারের সমাহার। সহজে ব্যবহার উপযোগী এই অ্যাপ থেকে পছন্দের স্টিকারটি বাছাই করে অথবা নিজে স্টিকার তৈরী করে ফেসবুক, ভাইবার, হোয়াটসঅ্যাপ ইত্যাদি জনপ্রিয় ম্যাসেঞ্জারে বন্ধুদের স্টিকার পাঠানো যাবে। এছাড়াও অ্যাপটি দিয়ে যে কেউ সহজেই ছবি এবং টেক্সট ব্যবহার করে নিজের পছন্দমত স্টিকার তৈরী করতে পারবে।
বাংলা স্টিকারের ফিচারসমূহঃ
· এতে রয়েছে নিজের পছন্দমত স্টিকার বানানোর অপশন ।
· জনপ্রিয় এবং প্রচলিত বাংলা শব্দ ও বাক্য
· রয়েছে বিশেষ দিবসের শুভেচ্ছা সম্বলিত স্টিকার।
· আছে মজার মজার মুখভঙ্গি সম্বলিত অনেক অনেক স্টিকার
· রয়েছে স্টিকার ডাউনলোডের সুবিধা।
· সার্চ করার সুবিধা।
তো আর দেরী কিসের? ডাউনলোড করে ফেলুন মজার এই অ্যাপ আর মেতে উঠুন স্টিকার শেয়ারের আনন্দে।