Monday, September 26, 2016

জিপিতে মেগাবাইটের মেয়াদ বাড়াতে পারছেন না

No comments :




জিপিতে মেগাবাইটের মেয়াদ বাড়াতে পারছেন না।এবার মেয়াদ বাড়ান নতুন নিয়মে।
নতুনভাবে মেগাবাইটের মেয়াদ বাড়তে যদি চান তাহলে আপনি ২টা অপশনে বাড়াতে পারবেন একটা ৯টাকায় ১৪ দিন আরেকটা ১৫ টাকায় ২৮ দিন।
৯ টাকায় ১৪ দিনের মেয়াদ বাড়াতে হলে ডায়াল করতে হবে *5000*8*1*3# তারপর আপনি যদি Autorenew চান তাহলে 1 চাপুন এবং হলে Autorenew না চাইলে 2 চাপুন।এবার *566*10# ডায়াল করে দেখুন মেয়াদ 14 দিনে বেড়ে গেছে।
১৫ টাকায় ২৮ দিন মেয়াদ বাড়াতে হলে ডায়াল করতে হবে *5000*8*1*4# তারপর আপনি যদি Auto renew চান তাহলে 1 চাপুন এবং হলে Auto renew না চাইলে 2 চাপুন। এবার *566*10# ডায়াল করে দেখুন মেয়াদ 28 দিনে বেড়ে গেছে।
কোন ভূল থ্রুুটি হলে ক্ষমা করবেন।

No comments :

Post a Comment