Wednesday, October 19, 2016
ছবি এডিট ও শেয়ার করুন স্ন্যাপসিডে
ছবিতে ইফেক্ট যোগ করা এবং গুগল প্লাসসহ অন্যান্য সোশাল নেটওয়ার্কিং সাইটে ছবি শেয়ার করার জন্য ডাউনলোড করুন গুগলের ফ্রি অ্যাপ স্ন্যাপসিড।
নানান রকমের ইফেক্ট ছাড়াও স্ন্যাপসিডে আরো বেশ কিছু ছবি এডিটিং টুল দেয়া হয়েছে। মৌলিক যেসব টুল, যেমন ছবি কাটছাঁট (ক্রপ) করা, সোজা-বাঁকা (রোটেট-স্ট্রেইটেন) করা, ছবির ওপর লেখা বসানো ইত্যাদির পাশাপাশি ছবির নির্দিষ্ট অংশ উজ্জ্বল বা ডার্ক করা ইত্যাদি বিভিন্ন ইফেক্ট দেয়ার সুবিধা রয়েছে। সব মিলিয়ে ২৫টি এডিটিং টুল দেয়া আছে। স্নাপসিড থেকে ছবি সরাসরি গুগল প্লাসে ব্যবহার করতে পারবেন। উল্লেখ্য, গুগল প্লাস ফেসবুকের মত অজ্ঞাত মানুষকে বন্ধুত্বের আবেদন পাঠাতে নিরুৎসাহ করে না, বরং তারা আরো এই জিনিসটিকেই উৎসাহ দেয়। এটাই এই দুই সোশ্যাল নেটওয়ার্কের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য। তাহলে আজই ডাউনলোড করুন স্ন্যাপসিড এবং মেতে উঠুন চমৎকার সব ছবি এবং সেলফি তোলায়। অ্যাপটি বিনামূল্যেই পাওয়া যাচ্ছে প্লে স্টোরে।
আর্টিকেলটি সম্পর্কে আপনার মতামত জানাতে ভিজিট করুন আমাদের ফেইসবুক পেইজে-
(ডাউনলোডে ডাটা খরচ প্রযোজ্য)
No related posts
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment